হোম /খবর /দেশ /
কেন্দ্রের মৎস্য মন্ত্রককে নিয়ে মন্তব্য করে বিজেপির উপহাসের পাত্র হলেন রাহুল

কেন্দ্রের মৎস্য মন্ত্রককে নিয়ে মন্তব্য করে বিজেপির উপহাসের পাত্র হলেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) মঙ্গলবার পদুচেরির সোলাই নগরে এসে বলেন যে, "জেলেরা সমুদ্রের কৃষক"৷ তিনি প্রশ্ন করেন, "কেন দিল্লিতে সমুদ্রের কৃষকদের কোনও মন্ত্রক নেই?"

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) মঙ্গলবার পদুচেরির সোলাই নগরে এসে বলেন যে, "জেলেরা সমুদ্রের কৃষক"৷ তিনি প্রশ্ন করেন, "কেন দিল্লিতে সমুদ্রের কৃষকদের কোনও মন্ত্রক নেই?" তাঁর এই মন্তব্যে স্বভাবতই তিনি উপহাসের পাত্র হলেন৷ কারণ কেন্দ্রের মৎস্য, পশুপালন ও গবাদিপশু মন্ত্রণালয় রয়েছে৷

কৃষি আইনের ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল বলেন, "সরকার কৃষকদের বিরুদ্ধে গিয়ে তিনটি কৃষি আইন পাশ করিয়েছে৷ কৃষকরা দেশের মেরুদণ্ড৷ আপনারা অবাক হতে পারেন এটা ভেবে যে, কেন আমি জেলেদের সঙ্গে দেখা করতে এসে কৃষকদের সঙ্গে কথা বলছি! আমার কাছে জেলেরা সমুদ্রের কৃষক৷ যদি ভূমির কৃষকদের মন্ত্রণালয় থাকতে পারে দিল্লিতে, তাহলে কেন সমুদ্রের কৃষকদের থাকবে না?"

রাহুল আরও বলেন, "পরের বার যখন আমি এখানে আসব, তখন আপনাদের সঙ্গে মাছ ধরার নৌকার অভিজ্ঞতা নিতে চাই৷ যাতে আমি দিল্লিতে ফিরে গিয়ে বুঝতে পারি যে, পদুচেরির কৃষকরা কেমন অনুভব করছেন!"

রাহুলের এই তুলনা ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে হাস্যরসের সঞ্চার করেছে৷ তাঁরা ট্যুইট করে রাহুলের উপহাস করেছেন মৎস্য মন্ত্রককে নিয়ে করা মন্তব্যের ভিত্তিতে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: BJP, Rahul Gandhi