#নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) মঙ্গলবার পদুচেরির সোলাই নগরে এসে বলেন যে, "জেলেরা সমুদ্রের কৃষক"৷ তিনি প্রশ্ন করেন, "কেন দিল্লিতে সমুদ্রের কৃষকদের কোনও মন্ত্রক নেই?" তাঁর এই মন্তব্যে স্বভাবতই তিনি উপহাসের পাত্র হলেন৷ কারণ কেন্দ্রের মৎস্য, পশুপালন ও গবাদিপশু মন্ত্রণালয় রয়েছে৷
কৃষি আইনের ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল বলেন, "সরকার কৃষকদের বিরুদ্ধে গিয়ে তিনটি কৃষি আইন পাশ করিয়েছে৷ কৃষকরা দেশের মেরুদণ্ড৷ আপনারা অবাক হতে পারেন এটা ভেবে যে, কেন আমি জেলেদের সঙ্গে দেখা করতে এসে কৃষকদের সঙ্গে কথা বলছি! আমার কাছে জেলেরা সমুদ্রের কৃষক৷ যদি ভূমির কৃষকদের মন্ত্রণালয় থাকতে পারে দিল্লিতে, তাহলে কেন সমুদ্রের কৃষকদের থাকবে না?"
Caro @girirajsinghbjp
— Smriti Z Irani (@smritiirani) February 17, 2021
Sanno solo una cosa. Diffondere bugie, paura e disinformazione. https://t.co/mBY7amqcqX
श्री @RahulGandhi जी..
— Anurag Thakur (@ianuragthakur) February 17, 2021
ये मिनिस्ट्री है @FisheriesGoI
ये मिनिस्टर हैं @girirajsinghbjp
और ये फिर एक बार,
झूठ की राजनीति के चक्कर में,@INCIndia ‘पार्टी’ की किरकिरी हो रही है pic.twitter.com/s079SoP9Kf
If Rahul Gandhi spent some time in India instead of being on vacation & coming to India only for elections, he wouldn't have made this mistake. pic.twitter.com/daY33DvTP8
— Political Kida (@PoliticalKida) February 17, 2021
राहुल जी ! आपको इतना तो पता ही होना चाहिए कि 31 मई,2019 को ही मोदी जी ने नया मंत्रालय बना दिया।
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) February 17, 2021
और 20050 Cr रुपए की महायोजना (PMMSY) शुरू की जो आज़ादी से लेकर 2014 के केन्द्र सरकार के खर्च (3682 cr) से कई गुना ज़्यादा है। https://t.co/eV39avbeDt
A woman complains to @RahulGandhi in #Pondicherry that CM @VNarayanasami never visited/helped them during cyclones. But CM Narayanasami shamelessly translates it to Rahul as that woman is appreciating him for his work during floods. Never knew Rahul can be this easily cheated. pic.twitter.com/ntDd0Ilrnp
— SG Suryah (@SuryahSG) February 17, 2021
"Mr Pappu @RahulGandhi please take some tuitions from Manmohan Singh ji or @PChidambaram_IN ji, about the departments and ministries in GoI, (Their is already a department of fisheries under the animal husbandry ministry)
— Devang Dave (@DevangVDave) February 17, 2021
और इनको देश चलाना हैं!pic.twitter.com/C544vDZcwU
Thread:
— Y. Satya Kumar (@satyakumar_y) February 17, 2021
When I met the @min_FAHD Shri @girirajsinghbjp Ji on 12th Feb along with delegation of @BJP4AnN,I was amazed by the dedication & keen awareness with which he has been leading the ministry.
Modi govt dedicated a new ministry for the fisheries sector on 31st May,2019.
#FYI Ministry of Fisheries, Animal Husbandry and Dairying was newly created in May / June 2019 by @narendramodi Government. Formerly it was just a department under the Ministry of Agriculture and Farmers Welfare.
— Siddharth Shirole (@SidShirole) February 17, 2021
Sh. @girirajsinghbjp is the Union Minister for @Min_FAHD
রাহুল আরও বলেন, "পরের বার যখন আমি এখানে আসব, তখন আপনাদের সঙ্গে মাছ ধরার নৌকার অভিজ্ঞতা নিতে চাই৷ যাতে আমি দিল্লিতে ফিরে গিয়ে বুঝতে পারি যে, পদুচেরির কৃষকরা কেমন অনুভব করছেন!"
রাহুলের এই তুলনা ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে হাস্যরসের সঞ্চার করেছে৷ তাঁরা ট্যুইট করে রাহুলের উপহাস করেছেন মৎস্য মন্ত্রককে নিয়ে করা মন্তব্যের ভিত্তিতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Rahul Gandhi