#লখনউ: শনিবার নেতাজির জন্মজয়ন্তীর ঘটনাকে কেন্দ্র করে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। রবিবার তিনি বলেন মুখ্যমন্ত্রী দানবীয় সংস্কৃতির একজন মানুষ এবং তাঁর ডিএনএ-তে গণ্ডগোল রয়েছে।
শনিবার ভিক্টোরিয়ায় বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হতেই একদল দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে। প্রতিবাদ স্বরূপ মমতা জানান, "সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কলকাতায় অনুষ্ঠান পালনের আয়োজন করার জন্য। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমানিত করা উচিত নয়। আমি এই ঘটনার প্রতিবাদে এই অনুষ্ঠানে কোনও বক্তব্য রাখতে চাই না।"
এই ঘটনার প্রেক্ষিতেই ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএ-তে গণ্ডগোল রয়েছে এবং তিনি দানবীয় সংস্কৃতির মানুষ। কোনও রাক্ষস আসলে ভগবান রামের নাম সহ্য করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসৎ মানুষ এবং একজন শয়তান। তাই রামের প্রতি ওনার ঘৃণা খুব স্বাভাবিক।"
প্রসঙ্গত, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উৎসবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দুজনেরই বক্তব্য রাখার কথা ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকার আয়োজিত নেতাজির জন্মজয়ন্তী উৎসবে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণা হতেই পোর্ডিয়ামে যাচ্ছিলেন তিনি। কিন্তু ঠিক সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ''জয় শ্রী রাম'' স্লোগান দিতে শুরু করেন। প্রতিবাদে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য না রাখার সিদ্ধান্ত নেন।
এদিন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বহু মানুষ। এমনকি সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান তোলার ঘটনাকে নিন্দা করা হয়েছে বাম ও কংগ্রেস শিবিরেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee