corona virus btn
corona virus btn
Loading

Maharashtra: রাষ্ট্রপতি শাসনের আড়ালে বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ শিবসেনার

Maharashtra: রাষ্ট্রপতি শাসনের আড়ালে বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ শিবসেনার
উদ্ধব ঠাকরে ও আদিত্য ঠাকরে

শিবসেনার মুখপত্র 'সামনা'য় দাবি করেছে, রাষ্ট্রপতি শাসনের আড়ালে ঘোড়া কেনাবেচার খেলা চালাচ্ছে বিজেপি৷ সেই কারণেই বিজেপি আত্মবিশ্বাসের সঙ্গে সরকার গড়ার কথা বলছে৷

  • Share this:

#মুম্বই: মহারাষ্ট্রে দীর্ঘ ৩ শতকের জোটসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে৷ এ বার বিজেপি-কে আক্রমণের ঝাঁঝ বাড়াল শিবসেনা৷ শনিবার বিজেপি-কে আক্রমণ করে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের অভিযোগ, রাষ্ট্রপতি শাসনের আড়ালে বিধায়ক কেনাবেচার খেলা চালিয়ে যাচ্ছে বিজেপি৷ মোটা অর্থের বিনিময়ে বিরোধী বিধায়কদের কেনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ অন্যদিকে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট আজই সম্ভবত রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবে৷ সে ক্ষেত্রে রাজনৈতিক জট কাটার সম্ভাবনা রয়েছে৷

আজ বিকেলে কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের সঙ্গে রাজ্যপালের বৈঠকের কথা ছিল৷ সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে৷ পরে কবে হবে বৈঠক, তা এখনও জানা যায়নি৷

শিবসেনার মুখপত্র 'সামনা'য় দাবি করেছে, রাষ্ট্রপতি শাসনের আড়ালে ঘোড়া কেনাবেচার খেলা চালাচ্ছে বিজেপি৷ সেই কারণেই বিজেপি আত্মবিশ্বাসের সঙ্গে সরকার গড়ার কথা বলছে৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীশের দাবি, শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ৬ মাসও টিকবে না৷ যদিও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের জোরাল দাবি, এই জোট সরকার ৫ বছর স্থায়ী হবে মহারাষ্ট্রে৷ এ দিকে শিবসেনা এনডিএ ছেড়ে বেরনোর পর এ বার সংসদে বিরোধী আসনে বসবেন শিবসেনার সাংসদরা৷

মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল শুক্রবার দাবি করেন, বিজেপি খুব শীঘ্রই মহারাষ্ট্রে সরকার গড়বে৷ শিবসেনা 'সামনা'য় দাবি করেছে, 'যারা ১০৫ আসন নিয়ে তড়িঘড়ি রাজ্যপালের কাছে ছুটেছিল, তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ কোন ভিত্তিতে তারা বলছে, সরকার গড়বে মহারাষ্ট্রে? বোঝাই যাচ্ছে, ওদের ঘোড়া কেনাবেচার ইচ্ছেটা প্রকাশ্যে চলে এসেছে৷' গত মঙ্গলবার থেকে রাষ্ট্রপতি শাসনের আওতায় রয়েছে মহারাষ্ট্র৷

First published: November 16, 2019, 5:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर