#নাগপুর: মহারাষ্ট্রের নাগপুর জেলাটি বিজেপি-র শক্তঘাঁটি বলেই পরিচিত৷ এই জেলাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর সদর দফতর৷ এ হেন নাগপুরেই ভোটে হেরে গেল বিজেপি! নাগপুর জেলা পরিষদের ভোটে বড়সড় জয় পেল কংগ্রেস৷ জেলা পরিষদরে ৫৮টি আসনের মধ্যে ৩১টি আসন জিতল কংগ্রেস৷ এমনকী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির পৈতৃক গ্রাম ধাপেওয়াড়া আসনও হাতছাড়া হয়ে গিয়েছে গেরুয়া বাহিনীর৷
ধাপেওয়াড়ায় কংগ্রেস প্রার্থী মহেন্দ্র ডোংরে বিজেপি-র মারুতি সোমকুবরকে হারালেন৷ নির্বাচন কমিশন জানিয়েছে, কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৪৪৪টি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৫০১টি ভোট৷ এই আসনটি গত ১৫ বছর ধরে বিজেপির দখলে ছিল৷
মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে টানাপড়েনে বিজেপির সঙ্গে জোট ভাঙার পর এই প্রথম মহারাষ্ট্রে কোনও নির্বাচন হল। জোট ভাঙার পর দুই দল আলাদা ভাবে লড়েছিল। আর প্রথম বারেই ধরাশায়ী বিজেপি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nagpur BJP, Nagpur Zilla Parishad