#হরিদ্বার: উত্তরাখণ্ডে হিমবাহ বিপর্যয় ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা৷ কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গঙ্গা এবং তার মূল শাখা নদীগুলির উপরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির বিষয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন বলেও দাবি করেছেন বিজেপি নেত্রী উমা ভারতী৷
রবিবার উত্তরাখণ্ডের চমৌলি জেলায় যোশীমঠের কাছে নন্দাদেবী হিমবাহ ফেটে আচমকা পাহাড়ের বুকে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর জলস্তর বেড়ে গিয়ে বান আসে৷ যার জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে তপবনের কাছে গড়ে ওঠা একটি জলবিদ্যুৎ প্রকল্প৷ ১৭০ জন মানুষ এখনও নিখোঁজ৷ এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার হয়েছে৷ বাকিদেরও মৃত্যু হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে৷
প্রথম মোদি সরকারের আমলে কেন্দ্রীয় জল সম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনর্জীবন মন্ত্রকের মন্ত্রী ছিলেন উমা ভারতী৷ রবিবারের বিপর্যয়ের পর ট্যুইট করে তিনি বলেছেন, এই ঘটনা শুধু উদ্বেগেরই নয়, ভবিষ্যতের জন্যও সতর্কবার্তা৷
উমা ভারতী লিখেছেন, 'যখন আমি মন্ত্রী ছিলাম সেই সময় আমার মন্ত্রক হলফনামা দিয়ে উত্তরাখণ্ডে হিমালয়ের বুকে গঙ্গা এবং তার প্রধান শাখানদীগুিলর উপরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি না করার পরামর্শ দিয়েছিল, কারণ এটি অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা৷'
উমা ভারতী নিজে এই মুহূর্তে উত্তরাখণ্ডের হরিদ্বারেই রয়েছেন৷ সেখানেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন উমা ভারতী৷ কারণ হরিদ্বারেও গঙ্গার জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে৷