Home /News /national /
ভয়ঙ্কর দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল বিজেপি নেত্রীর গাড়ি , 'ঈশ্বরের আর্শীবাদে' বাঁচলেন তিনি

ভয়ঙ্কর দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল বিজেপি নেত্রীর গাড়ি , 'ঈশ্বরের আর্শীবাদে' বাঁচলেন তিনি

কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷

 • Share this:

  #চেন্নাই: মারাত্মক দুর্ঘটনায় একেবারে দুমড়ে মুচড়ে গেল বিজেপি নেত্রীর গাড়ি৷ তিনি রওনা হয়েছিলেন তামিল নাড়ুর কুড্ডালোরে বিজেপির ভেল যাত্রায় অংশ নিতে৷ সেই সময় মেলমারুভাথুর শহরের কাছে ঘটে এই মর্মান্তিক দর্ঘটনা৷ যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিজেপি নেত্রী৷ বললেন ঈশ্বররে অসীম কৃপায় এমন দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গিয়েছি৷ কোনও চোটও লাগেনি তাঁর৷

  কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷

  দুর্ঘটনার পর বিজেপি নেত্রী খুশবু জানান যে তিনি সম্পূর্ণ রূপে ঠিক রয়েছেন৷ তিনি আরও জানান যে, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে৷ তাঁর গাড়ি বা চালকের কোনও দোষ নেই কারণ তারা ঠিক রাস্তায় যাচ্ছিলেন, জানিয়েছেন খুশবু৷

  দুর্ঘটনার পর পর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে খুশবু জানিয়ে দেন যে, দুর্ঘটনার মধ্যে পড়েছি৷ তবে সকলের শুভেচ্ছা ও ঈশ্বরের আর্শীবাদে আমি সুরক্ষিত রয়েছি৷ যেখানে যাচ্ছিলাম, সেই যাত্রা আবার শুরু করেছি৷ ভেল যাত্রায় অংশগ্রহণ করতে কুড্ডালোরের দিকে আবার এগোচ্ছি৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ মুরুগানের আর্শীবাদে আমি বেঁচে গিয়েছি৷ আমার স্বামীর অগাধ বিশ্বাসের মর্যাদা পেলাম আজ৷

  আরও পড়ুন কংগ্রেস ছেড়ে ঘণ্টাখানেকের মধ্যে বিজেপি যোগ জনপ্রিয় অভিনেত্রীর! অক্টোবর মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন খুশবু৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির কাছে নিজের ইস্তফা পত্রে খুশবু সুন্দর জানিয়েছিলেন, দলে উচ্চপর্যায়ে অনেকে রয়েছেন যাদের সঙ্গে তৃণমূল স্তরের কোনও মানুষের যোগ নেই৷ এমন কংগ্রেস সদস্যদের কোনও সাধারণ মানুষ চেনেও না, অর্থাৎ তামিল জনগণের মধ্যে এদের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ আর এদের কথাতেই দল চলছে! তাঁর মত যাঁরা সাধারণের জন্য কাজ করতে চান, রাজনীতির মাধ্যমে সমাজসেবা করতে চান, তাঁদেরকেই ঠেলা হচ্ছে দূরে৷ এমনই অভিযোগ করেছেন কংগ্রস দল ছেড়ে আসা অভিনেত্রী৷
  Published by:Pooja Basu
  First published:

  Tags: Accident

  পরবর্তী খবর