Home /News /national /

প্রয়াত বিজেপি নেতা কৈলাশ সরঙ, মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

প্রয়াত বিজেপি নেতা কৈলাশ সরঙ, মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বয়সজনিত কারণে ভুগছিলেন তিনি, ১২ দিন আগে ভর্তি হন হাসপাতালে৷

 • Share this:

  #মুম্বই: প্রয়াত বিজেপি নেতা কৈলাশ সরং৷ মুম্বইয়ের এক হাসপাতালে ১২ দিন আগে বয়সজনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি৷ চলছিল চিকিৎসা৷ শনিবার তাঁর মৃত্যু হয়৷ জানিয়েছেন তাঁর পরিবার৷ বিজেপির প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৮৫৷ বয়স সংক্রান্ত অসুস্থতায় ভুগছেন কৈলাশ সরং৷ ১২ দিন আগে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

  প্রবীণ বিজেপি নেতা কৈলাশ সরং-এর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাঁর ছেলে বিশ্বাস সারং মধ্য প্রদেশ সরকারের এক গুরুত্বপূর্ণ পদের মন্ত্রী৷

  কৈশাল সরং-এর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং বলেছিলেন যে তিনি একজন সহানুভূতিশীল ও পরিশ্রমী নেতা হিসাবে সবার মনে থেকে যাবেন।

  মধ্যপ্রদেশ জুড়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য কৈলাশ সরং জির পরিশ্রম ও অবদান ছিল প্রচুর, যা কখনই ভোলার নয়। মধ্যপ্রদেশের উন্নতি ও অগ্রগতির জন্য তিনি ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ৷ কৈলাশ সরং একজন সহানুভূতিশীল ও পরিশ্রমী নেতা হিসাবে তাঁকে চিরকাল স্মরণ করা হবে, ”ট্যুইটে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  "তাঁর মৃত্যুতে জানাই শ্রদ্ধা। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা। ওম শান্তি," প্রধানমন্ত্রী লিখেছেন।

  Published by:Pooja Basu
  First published:

  পরবর্তী খবর