Home /News /national /
জঙ্গিদের গুলিতে একসঙ্গে খুন বিজেপি নেতা, তাঁর বাবা ও ভাই, গ্রেফতার হল দেহরক্ষীরা

জঙ্গিদের গুলিতে একসঙ্গে খুন বিজেপি নেতা, তাঁর বাবা ও ভাই, গ্রেফতার হল দেহরক্ষীরা

BJP leader Waseem Bari.

BJP leader Waseem Bari.

এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী নিজে ফোন করে কথা বলেন পরিবারের সঙ্গে৷ জানান তাঁর সমবদনা৷ কেন্দ্রীয় প্রতি মন্ত্রী জিতেন্দ্র সিং সেকথা ট্যুইট করে জানান৷

  • Last Updated :
  • Share this:

#জম্মু ও কাশ্মীর: বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় এক বিজেপি নেতা এবং তাঁর বাবা ও দাদাকে একসঙ্গে হত্যা করে জঙ্গিরা৷ কাজে গাফিলতির জন্য এই বিজেপি নেতার ১০ জন দেহরক্ষীকে গ্রফতার করা হয়েছে৷ তাদের উপস্থিতিতে কী ভাবে হত্যা করা হল ওই নেতা এবং তাঁর বাবা ও ভাইকে, সেই প্রশ্ন উঠছে৷

বিজেপি নেতা শেখ ওয়াসিম বারির বাড়িতেই দোকান৷ তিনি এক সময় পার্টির জেলা প্রেসিডেন্ট ছিলেন৷ জানা গিয়েছে মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়৷ যেখানে এই ঘটনা ঘটে তা থানা থেকে মাত্র ঢিল ছোড়া দুরত্বে৷

ডিজিপি দিলবাগ সিং জানান যে, রাত ৯টা নাগাদ ওয়াসিমের দোকানের সামনেই  গুলি চলে৷ একসঙ্গে ওয়াসিম, তাঁর বাবা বশির আহমেদ ও ভাই উমরের ওপর হামলা চালায় জঙ্গিরা৷ গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করার পর সেখানেই মৃত্যু হয় তাঁর৷

ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত৷ যেখানে এই ঘটনা ঘটেছে, সেই এলাকা পুরো খালি করে দেওয়া হয়েছে৷ বিজেপি নেতা ও তাঁর বাবা-ভাইয়ের হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী নিজে ফোন করে কথা বলেন পরিবারের সঙ্গে৷ জানান তাঁর সমবেদনা৷ কেন্দ্রীয় প্রতি মন্ত্রী জিতেন্দ্র সিং সেকথা ট্যুইট করে জানান৷

এই প্রসঙ্গে বিজেপির নেতা রাম মাধব জানান, খুবই মর্মান্তিক খবর৷ তিনি জানান যে, ওয়াসিমের বাবাও বিজেপি নেতা ছিলেন৷ কী ভাবে নিজস্ব দেহরক্ষী থাকার পরও এভাবে খুন হন ৩ জন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা৷

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ এই ঘটনা পার্টির ক্ষতি বলে মত তাঁর৷

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহও এই ঘটনার নিন্দা করেছেন৷

Published by:Pooja Basu
First published:

Tags: BJP, Jammu And Kashmir, Terrorist