#নয়াদিল্লি: এই প্রথম কোনও ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের ট্যুইট নিয়ে কারসাজি-বিকৃতির অভিযোগ তুলল ট্যুইটার ৷ সম্প্রতি মাসখানেক আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরকমই কারসাজির অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটকে ফ্ল্যাগ করেছিল জনপ্রিয় এই সোশ্যাল হ্যান্ডেল ৷ এবার একই অভিযোগ উঠল বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে ৷ কৃষি আইন নিয়ে চলা কৃষকদের বিক্ষোভ-প্রতিবাদ নিয়ে বিজেপি আইটি প্রধানের ট্যুইট করা ভিডিওতে কারসাজির অভিযোগ তুলেছে খোদ ট্যুইটার ৷
এই প্রথম কোনও ভারতীয়ের ট্যুইটারে ফ্যাক্ট চেক করল ট্যুইটার ৷ এই সোশ্যাল মিডিয়ায় যদি কোনও ছবি বা কোনও ভিডিওতে কারসাজি করে সত্যি লুকোনোর চেষ্টায় এডিট করে পোস্ট করা হয় তবে তা ইউজারদের জানিয়ে দেওয়ার নিয়ম করেছে ট্যুইটার ৷ সেই নিয়মেই বিজেপির আইটি প্রধানের পোস্ট করা ভিডিওটিকে ফ্ল্যাগ করেছে ট্যুইটার ৷
বিতর্কের সূত্রপাত মালব্যর পোস্ট করা এক ভিডিও নিয়ে ৷ সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি দিল্লিতে কৃষক বিক্ষোভের একটি ছবি পোস্ট করেছিলেন ৷ যাতে দেখা গিয়েছে যে এক বিক্ষোভরত প্রবীণ কৃষককে মারতে যাচ্ছে পুলিশ। সেই ছবির পাল্টা জবাব দিতেই গেরুয়া শিবিরের আইটি প্রধান একটি ভিডিওর নির্বাচিত একটি অংশ ট্যুইটারে পোস্ট করেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই বৃদ্ধ কৃষককে মারছেন না ওই পুলিশ কর্মী ৷ কিন্তু মালব্যর পোস্ট করা ভিডিওটি ম্যানিপুলেশন করা হয়েছে জানিয়ে পুরো ভিডিওটি সামনে আনে ট্যুইটার ৷
बड़ी ही दुखद फ़ोटो है। हमारा नारा तो ‘जय जवान जय किसान’ का था लेकिन आज PM मोदी के अहंकार ने जवान को किसान के ख़िलाफ़ खड़ा कर दिया।
यह बहुत ख़तरनाक है। pic.twitter.com/1pArTEECsU — Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2020
এই সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্ট চেকিং ফিচার প্রয়োগ করে দেখা যায় ভিডিওর বাকি অংশে রয়েছে কতটা নির্মমভাবে ওই বৃদ্ধ কৃষককে লাঠি পেটা করছেন পুলিশকর্মীটি ৷ শুধু তাই আরও অনেক বিক্ষোভরত কৃষকের উপর লাঠিপেটার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে সেখানে ৷ বিজেপি দাবি করে বিক্ষোভরত কৃষকদের উপর কোনওরকম বল প্রয়োগ করা হয়নি ৷ এই বক্তব্যের সমর্থনেই বিজেপি আইটি প্রধান ওই ভিডিওটির নির্বাচিত অংশ ক্রপ করে ট্যুইটারে পোস্ট করেছিলেন ৷
Twitter has started tagging fake news on Twitter India and guess who is the first person to take this honor from India?@amitmalviya, the kingpin of Fake News Factory in India. Funny days ahead. pic.twitter.com/agWZwTCXRi
— Kapil (@kapsology) December 2, 2020
ভুয়ো খবর নিয়ন্ত্রণে কড়া ট্যুইটার এবার ভারতেও ফ্যাক্ট চেকিং ফিচার প্রয়োগ শুরু করল ৷ প্রথমেই ফ্ল্যাগ হল কেন্দ্রের শাসক দলের আইটি হেড ৷ এর আগে যদিও আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের আপত্তিকর ট্যুইট ফ্ল্যাগ করেছে ট্যুইটার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Malviya