প্রশান্ত কিশোরকে পালটা দিয়ে বিদায়ের আগাম শুভেচ্ছা অরবিন্দ মেননের
প্রশান্ত কিশোরকে পালটা দিয়ে বিদায়ের আগাম শুভেচ্ছা জানালেন অরবিন্দ মেনন
রাজ্যের নির্বাচনী যুদ্ধ নিয়ে এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পিকে৷ বিজেপি-কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যাতেও পৌঁছতে পারবে না৷
#নয়াদিল্লি: ভোট যত এগিয়ে আসছে তৃণমৃল বনাম বিজেপি-র লড়াই নতুন রং নিচ্ছে৷ অমিত শাহের দু'দিনের বাংলা সফরের পরেই বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কুশলী প্রশান্ত কিশোর৷
সোমবার সকালে রাজ্যের নির্বাচনী যুদ্ধ নিয়ে এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পিকে৷ বিজেপি-কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যাতেও পৌঁছতে পারবে না৷ শুধু তাই নয়, আত্মবিশ্বাসী পিকে তাঁর টুইটে বিশেষ দ্রষ্টব্য বলে এও জুড়ে দিয়েছেন যে, তাঁর কথা না মিললে তিনি ট্যুইটার ছেড়েই চলে যাবেন৷ এবার পিকে-র চ্যালেঞ্জের পালটা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন।
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
BJP doesn't run on others' prediction we create our own .
@AmitShah Ji & @JPNadda Ji have declared that "Didi will be isolated" & "BJP will win 200 seats in West Bengal"
'Advance Greetings for your farewell' https://t.co/xMQtLJyUyt
পিকে-র টুইট তুলে ধরে অরবিন্দ মেনন এদিন দুপুরে লেখেন, “অন্যের ভবিষ্যদ্বাণীর ওপর ভিত্তি করে বিজেপি চলে না৷ দল নিজেরাই তা তৈরি করে৷ অমিত শাহজি ও জেপি নাড্ডাজি আগেই ঘোষণা করে দিয়েছেন যে, দিদি আইসোলেশনে চলে যাবেন। আর বাংলায় ২০০টি আসন জিতবে বিজেপি। আপনার বিদায়ের জন্য আগাম শুভেচ্ছা রইল।”
মেনন সাফ বুঝিয়ে দিলেন যে, পিকে যাই বলুন না কেন, বিজেপি তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়৷ পদ্মশিবিরের লক্ষ্যই ২০২১-এ বাংলা দখল৷