#নয়াদিল্লি: ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপি-র সম্পত্তির পরিমাণ (BJP Declared Assets) প্রায় ৪, ৮৪৭.৭৮ কোটি টাকা। দেশের সমস্ত রাজনৈতিক দলের তুলনায় যা সর্বোচ্চ। তালিকায় এর পরেই রয়েছে মায়াবতীর নেতত্বে থাকা বহুজন সমাজ পার্টি, সেই দলের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। কংগ্রেসের সম্পত্তির পরিমাণ রয়েছে ৫৮৮.১৬ কোটি টাকা। দ্যা অ্যসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করে এই হিসাব দেওয়া হয়েছে। এই সংস্থা যে বিশ্লেষণ করেছে, তাতে দেখা গিয়েছে, সাতটি জাতীয় দল ও ৪৪টি আঞ্চলিক দলের সম্পত্তির হিসাব মোট যথাক্রমে ৬,৯৮৮.৫৭ কোটি টাকা ও ২,১২৯.৩৮ কোটি টাকা। যে সাতটি জাতীয় দল রয়েছে, সেই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে বিজেপি (BJP Declared Assets), তার পর রয়েছে বিএসপি, কংগ্রেস।
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্য ‘গোলাম’ নন, তিনি ‘আজাদ’ থাকতে চান, কাকে বিঁধলেন জয়রাম রমেশ ?
এ ছাড়া আঞ্চলিক দলগুলির তালিকার শীর্ষ ১০টি দলের মোট সম্পদের পরিমাণ ২,০২৮.৭১৫ কোটি টকা। ২০১৯-২০ আর্থির বর্ষের হিসাবে আঞ্চলিক দলগুলির মধ্যে সর্বোচ্চ সম্পদের অধিকারী সমাজবাদী পার্টি, তাদের সম্পদের পরিমাণ ৫৬৪.৪৭ কোটি টাকা। তারপর রয়েছে টিআরএস ৩০১.৪৭ কোটি টাকা, এআইএডিএমকে ২৬৭.৬১ কোটি টাকা। যে সম্পদের পরিমাণ বলা হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ রয়েছে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। উল্লিখিত আর্থিক বর্ষে ১,৬৩৯.৫১ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে আঞ্চলিক দলগুলির। স্থায়ী আমানতের হিসাব অনুসারে বিজেপির স্থায়ী আমানতের (BJP Declared Assets) পরিমাণ ৩,২৫৩ কোটি টাকা। আর বিএসপি-এর স্থায়ী আমানতের পরিমাণ ৬১৮.৮৬ কোটি টাকার। এ ছাড়া কংগ্রেসের স্থায়ী আমানতের পরিমাণ ২৪০.৯০ কোটি টাকা।
আরও পড়ুন: উত্তরাখণ্ডের টুপি, মণিপুরের উত্তরীয়! প্রজাতন্ত্র দিবসে মোদির সাজে ভোটের অঙ্ক?
এ ছাড়াও আঞ্চলিক শিবসেনার সম্পত্তির পরিমাণ ১৪৮.৪৬ কোটি টাকা, বিজেপি-র সম্পত্তির পরিমাণ ১১৮.৪২৫ কোটি টাকা। এছাড়া রিপোর্টে লায়বেলিটিস নিয়েও রিপোর্ট দিয়েছে সংস্থা। ২০১৯-২০ সালে আঞ্চলিক দলগুলির লায়েবেলিটিসের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪.৯৩ কোটি টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP