হোম /খবর /দেশ /
করোনাকালে বার্ড ফ্লু-র আতঙ্ক, হাঁসেদের মড়কে ভয়ে কাঁপছে কেরল

করোনাকালে বার্ড ফ্লু-র আতঙ্ক, হাঁসেদের মড়কে ভয়ে কাঁপছে কেরল

কোনও ব্যক্তি যদি এই ভাইরাসে আক্রান্ত হন, তা হলে কিন্তু তাঁর থেকেও অন্যদের শরীরে এটি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। ভাইরাসটি ছড়াচ্ছে বাতাসে। যদি কারও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে, তা হলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি বা তাঁরা নিজেদের বাকিদের থেকে আলাদা করে রেখেছেন। না হলে ভাইরাসটি করোনার মতোই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু কতটা দ্রুত এটি ছড়াতে পারে, তা জানা যায়নি।

কোনও ব্যক্তি যদি এই ভাইরাসে আক্রান্ত হন, তা হলে কিন্তু তাঁর থেকেও অন্যদের শরীরে এটি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। ভাইরাসটি ছড়াচ্ছে বাতাসে। যদি কারও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে, তা হলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি বা তাঁরা নিজেদের বাকিদের থেকে আলাদা করে রেখেছেন। না হলে ভাইরাসটি করোনার মতোই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু কতটা দ্রুত এটি ছড়াতে পারে, তা জানা যায়নি।

করোনার মধ্যেই ভারতের একাধিক রাজ্যে ফিরেছ বার্ড ফ্লু৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশের পর এবার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আতঙ্ক ধরাচ্ছে কেরলে৷ দক্ষিণের এই রাজ্যের আলাপুঝা ও কোট্টায়ম জেলায় জারি হয়েছে সতর্কতা।

  • Last Updated :
  • Share this:

#তিরুঅনন্তপুরম: করোনার মধ্যেই ভারতের একাধিক রাজ্যে ফিরেছে বার্ড ফ্লু৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশের পর এবার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আতঙ্ক ধরাচ্ছে কেরলে৷ দক্ষিণের এই রাজ্যের আলাপুঝা ও কোট্টায়ম জেলায় জারি হয়েছে সতর্কতা।

হাঁসের শরীরে বার্ড ফ্লু ছড়িয়ে সংক্রমণ বাড়ার ভয় পাচ্ছে কেরল৷ প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম খুলে দেওয়া হচ্ছে৷ পরিস্থিতি নীরিক্ষণ করা হচ্ছে৷ আধিকারিকরদের মতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে কেরলের এই দুই জেলায় বহু হাঁসের দেহ উদ্ধার হয়েছে৷ এর মধ্যে আটটি হাসের শরীরের নমুনা সংগ্রহ করে ভোপালে পাঠানো হয়৷ রিপোর্ট বলছে পাঁচটি হাসের শরীরেই পাওয়া গিয়েছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস এইচফাইভএনএইট৷

কোট্টায়ম জেলার ছোট্ট শহর নিন্দুর৷ সেখানকার একটি হাঁসের খামারে ১৫০০ হাস মারা গিয়েছে৷ একই ভাবে আলাপুঝার কুট্টান্ড প্রদেশের একাধিক হাস খামারে হাসেদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে কেরলের আলাপুঝা ও কোট্টায়ম মিলিয়ে ১২,০০০ হাসের মৃত্যু হয়েছে৷ প্রশাসন থেকে সম্ভবত আরও ৩৬,০০০ হাস মেরে ফেলা হবে৷ যাতে সংক্রমণ আর না বাড়তে পারে৷ কেরলের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী কে রাজু জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকদের এর ক্ষতিপূরণ দিয়ে দেবে সরকার৷

রাজস্থানে এখনও পর্যন্ত মোট ২৫২টি কাকের মৃত্যু হয়েছে৷ শুধুমাত্র ঝালওয়ার জেলাতেই ১০০ কাক মারা গিয়েছে। বারণে ৭২, কোটায় ৪৭, পালিতে ১৯, যোধপুরে ও জয়পুরে ৭টি করে কাক মারা গিয়েছে। গতকাল ঐতিহ্যবাহী জলমহলের কাছে উদ্ধার হয় ৭টি কাকের দেহ। মৃত পাখিদের পরীক্ষা করে স্থানীয় প্রশাসন বার্ড ফ্লু-র বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যপ্রদেশেও ৫০টি কাক মারা পড়েছে৷ এমনকী দেশের কয়েকটি রাজ্যে পরিযায়ী পাখিদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হিমাচল প্রদেশের পোং ড্যাম এলাকাতেই প্রায় ১৮০০ পাখি মারা গিয়ছে। বিশেষজ্ঞদের সন্দেহ বার্ড ফ্লু-ই মৃত্যুর কারণ৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Bird Flu