#তিরুঅনন্তপুরম: করোনার মধ্যেই ভারতের একাধিক রাজ্যে ফিরেছে বার্ড ফ্লু৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশের পর এবার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আতঙ্ক ধরাচ্ছে কেরলে৷ দক্ষিণের এই রাজ্যের আলাপুঝা ও কোট্টায়ম জেলায় জারি হয়েছে সতর্কতা।
হাঁসের শরীরে বার্ড ফ্লু ছড়িয়ে সংক্রমণ বাড়ার ভয় পাচ্ছে কেরল৷ প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম খুলে দেওয়া হচ্ছে৷ পরিস্থিতি নীরিক্ষণ করা হচ্ছে৷ আধিকারিকরদের মতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে কেরলের এই দুই জেলায় বহু হাঁসের দেহ উদ্ধার হয়েছে৷ এর মধ্যে আটটি হাসের শরীরের নমুনা সংগ্রহ করে ভোপালে পাঠানো হয়৷ রিপোর্ট বলছে পাঁচটি হাসের শরীরেই পাওয়া গিয়েছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস এইচফাইভএনএইট৷
কোট্টায়ম জেলার ছোট্ট শহর নিন্দুর৷ সেখানকার একটি হাঁসের খামারে ১৫০০ হাস মারা গিয়েছে৷ একই ভাবে আলাপুঝার কুট্টান্ড প্রদেশের একাধিক হাস খামারে হাসেদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে কেরলের আলাপুঝা ও কোট্টায়ম মিলিয়ে ১২,০০০ হাসের মৃত্যু হয়েছে৷ প্রশাসন থেকে সম্ভবত আরও ৩৬,০০০ হাস মেরে ফেলা হবে৷ যাতে সংক্রমণ আর না বাড়তে পারে৷ কেরলের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী কে রাজু জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকদের এর ক্ষতিপূরণ দিয়ে দেবে সরকার৷
রাজস্থানে এখনও পর্যন্ত মোট ২৫২টি কাকের মৃত্যু হয়েছে৷ শুধুমাত্র ঝালওয়ার জেলাতেই ১০০ কাক মারা গিয়েছে। বারণে ৭২, কোটায় ৪৭, পালিতে ১৯, যোধপুরে ও জয়পুরে ৭টি করে কাক মারা গিয়েছে। গতকাল ঐতিহ্যবাহী জলমহলের কাছে উদ্ধার হয় ৭টি কাকের দেহ। মৃত পাখিদের পরীক্ষা করে স্থানীয় প্রশাসন বার্ড ফ্লু-র বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যপ্রদেশেও ৫০টি কাক মারা পড়েছে৷ এমনকী দেশের কয়েকটি রাজ্যে পরিযায়ী পাখিদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হিমাচল প্রদেশের পোং ড্যাম এলাকাতেই প্রায় ১৮০০ পাখি মারা গিয়ছে। বিশেষজ্ঞদের সন্দেহ বার্ড ফ্লু-ই মৃত্যুর কারণ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bird Flu