#কোঝিকোড়: একে করোনায় রক্ষা নেই, তার ওপর শুরু হয়েছে বার্ড ফ্লু আতঙ্ক৷ কেরলের কোঝিকোড় জেলার দুটি পোলট্রি ফার্মে শুরু হয়েছে বার্ড ফ্লু আতঙ্ক৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে স্থানীয় জেলা প্রশাসন বেশ কিছু সংখ্যায় মুরগি মেরে রোগের সংক্রমণ রোধ করার পরিকল্পনা করছে৷ বলা হয়েছে, এক কিলোমিটার এলাকার মধ্যে রোগের প্রকোপ আটকাতে মুরগি মেরে ফেলতে হবে৷
জেলাশাসক পশুপালন দফতর ও পুলিশের সঙ্গে একটি জরুরি আলোচনায় বসেছেন৷ কেরল সরকারও আলাদা করে পরিস্থিতি মোকাবিলার তাগিদে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে৷ পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে৷ বিশেষজ্ঞদের নিয়ে একটি দল তৈরি করা হয়েছে৷ যে দল রোগের প্রকোপ কতটা ছড়িয়ে পড়ছে সেটা খতিয়ে দেখবে৷
স্থানীর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই আক্রান্ত পোলট্রি ফার্মের এক কিলোমিটার এলাকার মধ্যে যে অন্য ফার্ম রয়েছে বা গৃহপালিত হাঁস, মুরগি রয়েছে, সেগুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ যাতে এই রোগ ছড়িয়ে পড়তে না পারে৷ যদিও এখনও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি যে কত মুরগি বা হাঁস এই কারণে মারতে হবে৷ এই দুটি ফার্মেই রয়েছে প্রায় বেশ কয়েকশো মুরগি৷
একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বার্ড ফ্লু নিয়ে নতুন করে আতঙ্ক শুরু হওয়ায় চিন্তায় পডে গিয়েছেন কোঝিকোড়ের সাধারণ মানুষ৷ অবশ্য তাঁদের আতঙ্কের কারণ নেই বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Avian flu, Bird Flu, Corona Virus, COVID-19