হোম /খবর /দেশ /
করোনার পর ভারতে আবার বার্ড ফ্লু আতঙ্ক! বন্ধ করে দেওয়া হল দুটি পোলট্রি ফার্ম

করোনার পর ভারতে আবার বার্ড ফ্লু আতঙ্ক! বন্ধ করে দেওয়া হল দুটি পোলট্রি ফার্ম

Representative Image. (Reuters)

Representative Image. (Reuters)

এক কিলোমিটার এলাকার মধ্যে রোগের প্রকোপ আটকাতে মুরগি মেরে ফেলতে হবে

  • Last Updated :
  • Share this:

#কোঝিকোড়: একে করোনায় রক্ষা নেই, তার ওপর শুরু হয়েছে বার্ড ফ্লু আতঙ্ক৷ কেরলের কোঝিকোড় জেলার দুটি পোলট্রি ফার্মে শুরু হয়েছে বার্ড ফ্লু আতঙ্ক৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে স্থানীয় জেলা প্রশাসন বেশ কিছু সংখ্যায় মুরগি মেরে রোগের সংক্রমণ রোধ করার পরিকল্পনা করছে৷ বলা হয়েছে, এক কিলোমিটার এলাকার মধ্যে রোগের প্রকোপ আটকাতে মুরগি মেরে ফেলতে হবে৷

জেলাশাসক পশুপালন দফতর ও পুলিশের সঙ্গে একটি জরুরি আলোচনায় বসেছেন৷ কেরল সরকারও আলাদা করে পরিস্থিতি মোকাবিলার তাগিদে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে৷ পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে৷ বিশেষজ্ঞদের নিয়ে একটি দল তৈরি করা হয়েছে৷ যে দল রোগের প্রকোপ কতটা ছড়িয়ে পড়ছে সেটা খতিয়ে দেখবে৷

স্থানীর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই আক্রান্ত পোলট্রি ফার্মের এক কিলোমিটার এলাকার মধ্যে যে অন্য ফার্ম রয়েছে বা গৃহপালিত হাঁস, মুরগি রয়েছে, সেগুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ যাতে এই রোগ ছড়িয়ে পড়তে না পারে৷ যদিও এখনও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি যে কত মুরগি বা হাঁস এই কারণে মারতে হবে৷ এই দুটি ফার্মেই রয়েছে প্রায় বেশ কয়েকশো মুরগি৷

একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বার্ড ফ্লু নিয়ে নতুন করে আতঙ্ক শুরু হওয়ায় চিন্তায় পডে গিয়েছেন কোঝিকোড়ের সাধারণ মানুষ৷ অবশ্য তাঁদের আতঙ্কের কারণ নেই বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন৷

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Avian flu, Bird Flu, Corona Virus, COVID-19