হোম /খবর /দেশ /
প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল,বোনকে থেঁতলে খুন করল ১৩ বছরের দিদি

Crime News: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল, একরত্তি বোনকে থেঁতলে খুন করল ১৩ বছরের দিদি, সঙ্গ দিল প্রেমিক

যাতে মৃতদেহ চেনা না যায়, বোনের মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিল দিদি, কেটে নিল হাতের আঙুল

  • Share this:

বিহার: ভয়ঙ্কর! নৃশংসতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গেল বিহারের বৈশালী জেলার ঘটনা! ৯ বছরের বোনকে খুন করল খোদ ১৩ বছর বয়সী দিদি। সঙ্গ দিল প্রেমিক ও কাকিকা! কারণ? প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল বোন। যদি জানাজানি হয়ে যায়, সেই ভয়ে বোনকেই কুপিয়ে খুন করল দিদি। এখানেই শেষ নয়! যাতে মৃতদেহ চেনা না যায়, বোনের মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিল, কেটে নিল হাতের আঙুল! ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছে পুলিশ-প্রশাসন থেকে স্থানীয়রা।

পুলিশ ৩ জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ১৩ বছরের নাবালিকাকে হোম-এ পাঠানো হয়েছে। তার ১৮ বছরের প্রেমিক ও কাকিমাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বৈশালী জেলার এসপি রবি রঞ্জন কুমার জানান, খুনের ঘটনাটি ঘটে ১৫ মে, হরপ্রসাদ গ্রামে। সেই সময় ছোট্ট মেয়েটির বাবা-মা একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বোনকে খুন করে দিদি। বাড়ি ফিরে ছোট মেয়েকে দেখতে না পেয়ে বাবা-মা জনদহ পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর স্থানীয় পুলিশ সিট (special investigation team (SIT) গঠন করে মিসিং ডায়েরি দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে। ধীরে ধীরে দেখা যায়, নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটি আসলে হাড়হিম করা খুনের ঘটনা। ১৯ মে বাড়ির পিছনের জমি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত চলাকালীন দুই অভিযুক্ত দিদি ও তার প্রেমিকের ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। এসপি জানান, ” জেরায় দিদি ও তার প্রেমিক স্বীকার করে নেয় তারা খুন করেছে। এও জানায়, তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বোনকে খুন করে। তারা ভয় পেয়েছিল বোন হয়তো বাবা-মাকে বলে দেবে। বোনকে ভোঁতা কোনও বস্তু দিয়ে থেঁতলে খুন করার পর একটা বক্সে মৃতদেহ ভরা হয়েছিল। কিন্তু তিন দিন পর পচা গন্ধ বের হতে শুরু করলে তারা দেহ বাড়ির পিছনের জমিতে ফেলে দেয়। তথ্যপ্রমাণ লোপাটের জন্য মৃতর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। কেটে নেয় হাতের আঙুল।”

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Crime