হোম /খবর /দেশ /
চলন্ত ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে চোরাচালানকারী, STF আসতেই যা হল

Smuggling by train: চলন্ত ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে চোরাচালানকারী, STF আসতেই যা হল

চলন্ত ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে চোরাচালানকারী, STF আসতেই যা হল

চলন্ত ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে চোরাচালানকারী, STF আসতেই যা হল

Smuggling by train: সোমবার, বিহারের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একজন অফিসার জানিয়েছেন, বিহারের ভোজপুর জেলার আরাহ রেলওয়ে স্টেশন থেকে দুই সশস্ত্র চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • Share this:

বিহারঃ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ-সহ আটক করা হল দুই চোরাচালানকারীকে। সোমবার, বিহারের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একজন অফিসার জানিয়েছেন, বিহারের ভোজপুর জেলার আরাহ রেলওয়ে স্টেশন থেকে দুই সশস্ত্র চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।

একজন অভিযুক্তের নাম হরে রাম, দেবোরিয়া জেলার মায়িয়েল থানার অন্তর্গত দেহরি গ্রামের স্থানীয় বাসিন্দা সে এবং অন‍্যজন সুমিত সিং, যিনি থাকেন উত্তর প্রদেশের রায়বরেলি জেলার চাঁদপুর গ্রামে।

আরও পড়ুনঃ তাপপ্রবাহ চরমে...! এবার বাংলার পথে হাঁটল আরও এক রাজ্য! নেওয়া হল স্কুল বন্ধের সিদ্ধান্ত

তারা দুজন রবিবার নয়াদিল্লি-রাজগীর শ্রমজীবী এক্সপ্রেসের এসি কোচ নম্বর বি ১ এ যাচ্ছিলেন। এক আধিকারিক জানিয়েছেন যে শ্রমজীবী​এক্সপ্রেসে যে দু'জন চোরাকারবারী যাচ্ছে করছে সে বিষয়ে তাঁদের কাছে গোয়েন্দাদের তথ্য ছিল। ট্রেনটি যখন আররাহ রেলওয়ে স্টেশনে পৌঁছায়, এসটিএফ গোয়ন্দারা এসি কোচগুলি তল্লাশি করে। তাদের কাছে ২০০টি  কার্তুজ, দুটি নিয়মিত ওয়েবলি অ্যান্ড স্কট রিভলভার, একটি পিস্তল এবং দুটি মোবাইল ফোন-সহ একটি ব্যাগ পাওয়া যায়।

আরও পড়ুনঃ CBI-ED জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ! অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্তরা দাবি করেছে যে তারা নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে উঠেছিল এবং ভোজপুর জেলার বিহিয়া মহকুমায় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছিল। অভিযুক্তরা হরিয়ানার ঝাজ্জার জেলার বাহাদুরগড় শহরের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের চালানের কাজ পেয়েছিল।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আতিক আহমেদ ও তার ভাইকে মিডিয়ার সামনে খুনের পর বিহার পুলিশ ও এসটিএফ আরও সতর্ক হয়ে গেছে। তাঁরা উত্তরপ্রদেশ থেকে আসা প্রতিটি ট্রেন পরীক্ষা করছে।

Published by:Salmali Das
First published:

Tags: Bihar