#পটনা: ছেলের জামিনের জন্য থানায় এসেছিলেন মা৷ আর তাঁকে সেই দিয়েই শরীরে ম্যাসাজ করালেন থানার বড়বাবু৷ এমনই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্কে বিহার পুুলিশ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সহর্ষায়৷
অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম শশীভূষণ সিনহা৷ ভিডিওটি প্রকাশ্যে আসার পরই তাঁকে সাসপেন্ড করেছেন সহর্ষা জেলার পুলিশ সুপার৷ ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে৷ তিনি নহাট্টা থানার অধীনে দারহার আউটপোস্টের দায়িত্বে ছিলেন৷
আরও পড়ুন: দিল্লির সি আর পার্কে সাত সকালে পুলিশ- দুষ্কৃতী গুলির লড়াই, ছড়ালো আতঙ্ক
কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, আউটপোস্টের ভিতরেই খালি গায়ে বসে রয়েছেন শশীভূষণ৷ আর পিছনে দাঁড়িয়ে তাঁর পিঠে, ঘাড়ে ম্যাসাজ দিচ্ছেন এক মহিলা৷
আরও পড়ুন: এক দিন চালানোর মতোও কয়লা নেই, আঁধারে ডুবতে পারে রাজধানী, বিপদ চরমে
অভিযোগ, যে মহিলা ম্যাসাজ করছিলেন, তিনি নিজের ছেলেকে ছাড়ানোর জন্য থানায় এসেছিলেন৷ তখনই দ্রুত তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ম্যাসাজ করে দেওয়ার প্রস্তাব দেন শশীভূষণ৷
ভিডিও-তে দেখা গিয়েছে, ম্যাসাজ নিতে নিতেই কোনও একজন আইনজীবীকে ফোন করে ওই মহিলার ছেলের জামিনের জন্য তদ্বির করছেন ওই পুলিশ অফিসার৷ শশীভূষণ সিনহাকে ফোনে বলতে শোনা যায়, 'এই মহিলা খুবই গরিব৷ আপনাকে কত টাকা পাঠাতে হবে বলুন৷ আমি খামে ভরে টাকাটা পাঠিয়ে দেবো৷ দু' জন মহিলা টাকা নিয়ে যাবে, ওনাদের আধার কার্ডও সঙ্গে থাকবে৷ সোমবারই আমি ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে পাঠিয়ে দিচ্ছি৷ পাপ্পু বাবু, কিছু করুন৷ আমি আগেই দশ হাজার টাকা খরচ করে ফেলেছি৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।