#পাটনা:নামে কি এসে যায়? বিহারের জন স্বাস্থ্য বিভাগ আপাতত একটা নামেই তোলপাড়!
বিহার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র পদে কর্মীনিয়োগ প্রক্রিয়া । আবেদন করেছিলেন প্রায় ১,৭০০ প্রার্থী ও তাঁদের মধ্যেই একজন ছিলেন যার নাম সানি লিওন ।
যদিও এই নাম আসল না কেবলমাত্র কেউ মজা করার জন্য এই নাম দিয়ে ফর্মপূরণ করেছেন তা নিশ্চিত হয়নি। রেকর্ড অনুযায়ী, এই সানি লিওন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, শতকরা নম্বর ৯৮.৫%।
স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব অশোক কুমার জানিয়েছেন এই আবেদনকারীর বাবার নাম লিওনা লিওন । প্রার্থীর জন্মতারিখ ১৩ মে, ১৯৯১ । নথিপত্র যাচাই করে তবেই আসল ঘটনা জানা যাবে।
তবে তালিকা অনুযায়ী, তিন নম্বরে কলামেও দুর্বোধ্য কিছু লেখা রয়েছে ফলে ওয়েবসাইটে কোনও ত্রুটির সম্ভাবনাও থাকতে পারে ।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।