#শেখপুরা: পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪২ জওয়ানের মৃ্ত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷ এমনকী বাইরের দেশগুলো থেকেও এই ন্যক্করজনক ঘটনার নিন্দা আসছে ৷ নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে সেলেব থেকে সাধারণ মানুষ সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছেন ৷
জওয়ানদের মৃত্যুশোকে কাতর দেশের মানুষ ৷ তখনই নজিরবিহীন পদক্ষেপ নিলেন বিহারের শেখপুরা জেলার জেলাশাসক ইনায়ত খান ৷ পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানের পরিবারকে দত্তক নিয়েছেন তিনি ৷ পটনা বাসিন্দা সঞ্জয় কুমার সিনহা এবং ভাগলপুরের বাসিন্দা রতন কুমার ঠাকুর শহিদ হয়েছেন পুলওয়ামার জঙ্গি হামলায়।
দুই শহিদ জওয়ানের পরিবারের মধ্যে একটি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের শেখপুরার জেলাশাসক । একটি পরিবারের দায়িত্ব নিলেও অপর শহিদ জওয়ানের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেছেন তিনি।
Inayat Khan, DM Sheikhpura, Bihar: Also, as an individual, I would like to adopt one of the families of the two martyrs (Constable Sanjay Kumar Sinha from Patna & Ratan Kumar Thakur from Bhagalpur). #PulwamaTerrorAttack (16.02.2019) https://t.co/eoAOc5HZKm
— ANI (@ANI) February 18, 2019
১০ মার্চের মধ্যে সেই সংহীত অর্থ দুই শহিদের পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিহারের বাসিন্দাদের মুক্তহস্তে এই শহিদ পরিবারগুলিকে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
পুলওয়ামা হামলার প্রতিবাদ, পাকিস্তানে মুক্তি পাবে না টোটাল ধামাল, জানালেন অজয় দেবগন