#নয়াদিল্লি: নতুন দশকের প্রথম বাজেট পেশ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবারের বাজেটে কৃশকদের জন্য কিষাণ রেলের ঘোষণা করলেন সীতারমন ৷ এর পাশাপাশি কিষাণ বিমান পরিষেবাও চালু করা হবে বলে এদিন ঘোষণা করা হয় ৷ অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেন, ভারতীয় রেল কৃষকদের জন্য কিষাণ রেল তৈরি করবে ৷ সরকার ২০২২ পর্যন্ত কৃষকদের আয় দ্বিগুণ করার উপরে জোর দিতে চলেছে ৷ কৃষকদের জন্য ১৬ দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷
প্রধানমন্ত্রী কুসুম স্কিমের মাধ্যমে কৃষকদের সোলার পাম্প দেওয়া হবে ৷ ২০ লক্ষ কৃষকরা সোলার পাম্প পাবেন ৷ ১০০ খরাগ্রস্ত জোলার বিকাশের উপর কাজ চলছে ৷ পচনশীল খাদ্য পরিবহণে বিশেষ ট্রেন চালাবে কেন্দ্র ৷ ভারতীয় রেলওয়ে রেফ্রিজেরেটেড কোচ বানানো হবে যাতে পচনশীল খাদ্য খারাপ না হয়ে যায় ৷
এর পাশাপাশি জমিতে জৈব সার ব্যবহারে ভারসাম্য রাখার কথা বলা হয়েছে ৷ জৈব সার কিনলে মিলবে বিশেষ সুবিধা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ মহিলারদের ধান্য লক্ষ্ণী যোজনার ঘোষণা করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget 2020, Farmers, Nirmala Sitharaman