#বরেলি: সেলফি তোলার নেশাই ডেকে আনল মৃত্যু। ১৭ বছরের এক কিশোর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বেরিয়েছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁন জেলায়। বুধবার ছেলেটি মারা গিয়েছে। মৃতের নাম শোয়েব। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে কলেজের দুই বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বের হয় শোয়েব। সঙ্গে ছিল আরমান ও আমান।
মোটরবাইকে তিনজনই বসেছিল। ইসলামনগর এলাকায় আচমকাই শোয়েব দাঁড়িয়ে পরে চলন্ত বাইকে এবং সেলফি তুলতে শুরু করে। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। একটি ইলেকট্রিক পোলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাইকটির। তিনজনেই গুরুতর জখম হয়। তাদেরকে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাকি দুই বন্ধু প্রাণে বেঁচে গেলেও, মৃত্যু হয়েছে শোয়েবের। আর কোনও গাড়ি এই ঘটনায় ব্যবহৃত না হওয়ায় কোনও মামলা রুজু করেনি পুলিশ। পরিবার শোয়েবের দেহ ময়নাতদন্তে করতে দিতে রাজি হয়নি। তার দেহ কবর দেওয়া হয়েছে। যদি মোবাইল থেকে কোনও সেলফি তোলার ভিডিও বা ছবি উদ্ধার করা যায়নি। মোবাইলও ভেঙে গিয়েছে দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে একটি মামলা রুজু করবে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh