#লখনউ: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) যাওয়ার পথে লখনউ বিমানবন্দরে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে (Bhupesh Baghel) আটকালো উত্তর প্রদেশ পুলিশ (Chattisgarh CM Bhupesh Baghel Stopped at Lucknow Airport)৷ প্রতিবাদে বিমানবন্দরের মেঝেতেই বসে পড়লেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী৷ কোন যুক্তিতে তাঁকে আটকানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন বাঘেল৷ পরে ঘটনার ভিডিও ট্যুইটও করেন তিনি৷
ছত্তিসগড়ের (Chattisgarh) মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, তাঁকে বিমানবন্দরের বাইরে কেন যেতে দেওয়া হচ্ছে না, পুলিশের কাছে সেই প্রশ্ন তুলছেন তিনি৷ বাঘেল দাবি করেন, তিনি লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) যাচ্ছেন না৷
কৃষি আইনের প্রতিবাদ করতে গিয়ে গাড়ি চাপা পড়ে চার কৃষকের মৃত্যুর ঘটনার পর থেকেই লখিমপুর খেরিতে যাওয়ার চেষ্টা করে বাধা পেয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা৷ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীও লখিমপুরে যেতে পারেন, এই খবর পেয়ে আগেভাগেই সতর্ক ছিল যোগী রাজ্যের পুলিশ৷ বাঘেল লখনউ বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে বাধা দেওয়া হয়৷
আরও পড়ুন: মন্ত্রীর ছেলে এখনও বাইরে কেন ? লখিমপুর কাণ্ডে মোদিকে প্রশ্ন করার পরেই গ্রেপ্তার প্রিয়াঙ্কা
— Bhupesh Baghel (@bhupeshbaghel) October 5, 2021
বাঘেল সোমবারই জানিয়েছিলেন, তিনি লখিমপুর খেরিতে যাবেন৷ তার পরই সতর্ক যোগী প্রশাসন লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে যাতে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর এস রানধওয়াকে লখনউতে আসতে না দেওয়া হয়৷ ছত্তিসগড়ে আগামী বছরের নির্বাচনের জন্য ভূপেশ সিং বাঘেলকেই পর্যবেক্ষক নিয়োগ করেছে কংগ্রেস৷ তাঁর অভিযোগ, এ ভাবেই বিরোধী কণ্ঠস্বর দমন করতে চায় বিজেপি৷
বাঘেল অভিযোগ করেন, 'রবিবার রাতে প্রিয়াঙ্কা গান্ধিকে লখিমপুর যাওয়ার পথে আটকানো হয়েছে৷ আমার সোমবার সকালেই সেখানে পৌঁছনোর কথা ছিল৷ আমার বিমানও তৈরি৷ কিন্তু উত্তর প্রদেশ সরকার লখনউ বিমানবন্দরে আমার বিমান অবতরণের অনুমতি দিচ্ছে না৷'
তিনি প্রশ্ন তোলেন, লখিমপুরে যেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেখানে লখনউ বিমানবন্দরে অবতরণের অনুমতি দিতে সমস্যা কোথায়? উত্তর প্রদেশে নাগরিক অধিকারের অবলুপ্তি ঘটেছে কি না, সেই প্রশ্নও তোলেন বাঘেল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Uttar Pradesh, Yogi Adityanath