হোম /খবর /দেশ /
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাইরোভ্যাক্সের অ্যাডজুভান্ট ব্যবহার করবে ভারত বায়োটেক

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাইরোভ্যাক্সের অ্যাডজুভান্ট ব্যবহার করবে ভারত বায়োটেক

করোনায় জর্জরিত দেশ। দিন দিন আরও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনায় জর্জরিত দেশ। দিন দিন আরও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবাই এখন তাকিয়ে ভ্যাকসিনের সফল পরীক্ষার দিকে। এই পরিস্থিতিতে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা করল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই মানবশরীরে পরীক্ষা করার জন্য অনুমোদন পেয়েছে কো-ভ্যাকসিন। এ বার এই ভ্যাকসিনের রোগপ্রতিরোধ ক্ষমতা আরও সুদঢ় ও দীর্ঘস্থায়ী করে তুলতে ভাইরোভ্যাক্সের অ্যাডজুভান্ট অল হাইড্রক্সিয়াম-২ ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া-র কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এই মুহূর্তে কো-ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের দ্বিতীয় পর্যায় চলছে। আপাতত, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে রাখা হয়েছে এটি। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লার কথায়, এই সময় অ্যাডজুভান্টস খুব প্রয়োজনীয়। কারণ এটি অ্যান্টিবডি উৎপন্ন করে ও তা আরও দৃঢ় করে। এর জেরে ভাইরাসের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এবার কো-ভ্যাকসিন এই অ্যাজুভান্টসকে ব্যবহার করবে। লক্ষ্য একটাই, যাতে একটি সুরক্ষিত ও স্থায়ী ভাবে কার্যকর ভ্যাকসিন তৈরি করা যায়। এর ফলে মানবশরীরে দীর্ঘ সময় পর্যন্ত সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে এই কো-ভ্যাকসিন।ইতিমধ্যেই এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে কানসাসের ভাইরোভ্যাক্স এলএলসি-র সঙ্গে চুক্তি করার কথাও জানিয়েছে ভারত বায়োটেক। ভাইরোভ্যাক্সের সঙ্গে ভারত বায়োটেকের পার্টনারশিপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা উভয়ের বক্তব্যেই স্পষ্ট হয়ে উঠেছে। ভাইরোভ্যাক্সের ফাউন্ডার সুনীল ডেভিড জানিয়েছেন, ভারত বায়োটেকের সঙ্গে গাটছড়া বেঁধে তাঁরা আনন্দিত। তবে এটা সম্ভব হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের সমর্থনের জন্য।বর্তমানে অধিক মাত্রায় সংক্রমণ বাড়ছে, অনেকে দ্বিতীয়বারও করোনায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগবে। এই সময় শরীর তুলনামূলক ভাবে দুর্বল থাকে। কোনও ক্রনিক ডিজিজ বা কো-মর্বিডিটিজে আক্রান্ত হওয়ার প্রবণতাও দেখা যায়। সেই সমস্যার সমাধানেই এগিয়ে চলেছে ভারক বায়োটেক।সংস্থার তরফে বার্তা, কো-ভ্যাকসিনের সঙ্গে এই ভাইরোভ্যাক্সের অ্যাডজুভান্ট অল হাইড্রক্সিয়াম-২ যুক্ত হলে কো-ভ্যাকসিনের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতাও কমতে পারে।
Published by:Akash Misra
First published: