#নয়াদিল্লি: করোনায় জর্জরিত দেশ। দিন দিন আরও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবাই এখন তাকিয়ে ভ্যাকসিনের সফল পরীক্ষার দিকে। এই পরিস্থিতিতে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা করল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই মানবশরীরে পরীক্ষা করার জন্য অনুমোদন পেয়েছে কো-ভ্যাকসিন। এ বার এই ভ্যাকসিনের রোগপ্রতিরোধ ক্ষমতা আরও সুদঢ় ও দীর্ঘস্থায়ী করে তুলতে ভাইরোভ্যাক্সের অ্যাডজুভান্ট অল হাইড্রক্সিয়াম-২ ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া-র কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এই মুহূর্তে কো-ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের দ্বিতীয় পর্যায় চলছে। আপাতত, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে রাখা হয়েছে এটি। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লার কথায়, এই সময় অ্যাডজুভান্টস খুব প্রয়োজনীয়। কারণ এটি অ্যান্টিবডি উৎপন্ন করে ও তা আরও দৃঢ় করে। এর জেরে ভাইরাসের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এবার কো-ভ্যাকসিন এই অ্যাজুভান্টসকে ব্যবহার করবে। লক্ষ্য একটাই, যাতে একটি সুরক্ষিত ও স্থায়ী ভাবে কার্যকর ভ্যাকসিন তৈরি করা যায়। এর ফলে মানবশরীরে দীর্ঘ সময় পর্যন্ত সংশ্লিষ্ট ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে এই কো-ভ্যাকসিন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।