#হায়দরাবাদ: করোনাকে হারাতেই হবে৷ তামাম বিশ্ব ভ্যাকসিন তৈরিতে লেগে পড়েছে৷ দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিত্সাবিজ্ঞানীরা৷ এরই মধ্যে হায়দরাবাদ থেকেই এল আশার খবরটা৷ হায়দরাবাদের সংস্থা 'ভারত বায়োটেক' তৈরি করে ফেলেছে করোনার ভ্যাকসিন৷ ভ্যাকসিনটির অ্যানিম্যাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ৩ থেকে ৬ মাস ট্রায়াল চলার পর যদি সফল হয়ে যায়, তা হলে ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া চালু হয়ে যাবে৷ গবেষকরা বলছেন, এই বছরের শেষের দিকেই ভ্যাকসিন চলে আসছে৷
@BharatBiotech , in collaboration with University of Wisconsin-Madison and FluGen, is proud to announce the development and testing of a vaccine for #Coronavirus, named #CoroFlu.https://t.co/cazS0K7fFS@the_hindu @uw_medicine #BharatBiotech #Covid19 #Pandamic #WARF #vaccine
— BharatBiotech (@BharatBiotech) April 4, 2020
রিপোর্ট অনুযায়ী, এই ভ্যাকসিনটি মুখে নয়, নাকে ড্রপ দেওয়া হবে৷ এক ফোঁটাতেই কাজ হবে৷ কোরোফ্লু নামের এই ভ্যাকসিন করোনা ছাড়াও অন্যান্য ফ্লু-ও রুখে দেবে৷ ভারত বায়োটেক-এর সিএমডি কৃষ্ণা ইলা জানালেন, করোনা ভাইরাস নাক দিয়েই শরীর ভিতরে প্রবেশ করে৷ তারপর বুকে বাসা বাঁধে৷ ধীরে ধীরে গোটা শরীরে সংক্রমণ হয়৷ তাই ভ্যাকসিনটি নাকে ড্রপ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে৷
কী ভাবে তৈরি করা হল ভ্যাকসিনটি? গবেষকরা জানাচ্ছেন, এমন ভাবে ভ্যাকসিনটি তৈরি, করোনা ছাড়াও অন্য ফ্লু-ও রুখে দেবে৷ একটি বোতলে ১৫ থেকে ২০ ড্রপ থাকবে৷ সংস্থার বক্তব্য, একচটি বোতলে অল্প পরিমাণে থাকলে, ডেলিভারি দিতেও সুবিধা হয়৷ ভ্যাকসিনটি ট্রায়ালে সফল হলে ৩০ কোটি ভ্যাকসিন তৈরি করা হবে বলেও জানানো হয়েছে৷
ভারত বায়োটেক এর আগেও হাইরিস্ক প্যান্ডেমিক ভ্যাকসিন তৈরি করেছে৷ H1N1 ফ্লু, চিকুনগুনিয়া, টাইফয়েড সহ ১৬ ধরনের ভ্যাকসিন তারা তৈরি করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India, Coronavirus vaccine