#নয়াদিল্লি: কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল ৷ কৃষক আন্দোনলকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ ৮ ডিসেম্বর ভারত বনধে শক্তিপ্রদর্শন করতে চাইছেন কৃষকনেতারা। তবে সাধারণের কথা মাথায় রেখে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই হরতাল চলবে। বিক্ষুব্ধ কৃষক নেতাদের বক্তব্য, সঙ্গে এক বছরের চাল মজুত রয়েছে. যতদিন অবস্থানে থাকতে হবে, তাঁরা থাকবেন, দাবি একটাই, এই কৃষি আইন বাতিল করতে হবে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে নারাজ কেন্দ্র ৷ অন্যদিকে কোনও পরিস্থিতিতেই এই কৃষি আইন মা নতে নারাজ কৃষকরা৷ ফলে অব্যাহত কৃষকদের আন্দোলন ৷