#গুয়াহাটি: কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠক করেছিলেন। বাংলাদেশ যুদ্ধের ৫০ বছর পূর্তি হিসেবে একে অপরের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরেন দুই রাষ্ট্রপ্রধান। চিলাহাটি - হলদিবাড়ি রেল যোগাযোগ শুরু হয় প্রায় ৫৫ বছর পর। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানান প্রধানমন্ত্রী। পাল্টা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়ে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য ভারতের প্রশংসা করেন হাসিনা।
গত ৫ দিন ধরে গুয়াহাটিতে চলছিল বিএসএফ এবং বিজিবি-র ডিজি পর্যায়ের বৈঠক।
51st Director General level border coordination conference between BSF & BGB yielded positive results streamlining mechanisms to jointly curb trans-border crimes. Both delegation leaders reiterated their commitment to work jointly for ensuring peace & tranquility along borders. pic.twitter.com/KjBU4TvKP5
— BSF (@BSF_India) December 26, 2020
উল্টে বৈধ প্রমাণপত্র নিয়ে ভারতে ঢোকার পরেও অসমে ২৫ জন মৎসজীবিকে আটকানোর ঘটনায় ভারতের দিকে আঙুল তোলেন বিজিবি ডিজি। পাশাপাশি এনআরসি নিয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চান না। ভারতের পক্ষ থেকে রাকেশ আস্তানা জানিয়েছেন এবছর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্যে ৩২০৪ জনকে আটক করেছে বিএসএফ। তবে সবাই অনৈতিক কাজের জন্য এসেছিলেন এমন নয়। তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। কিছু অনুপ্রবেশকারীর অসামাজিক কাজের ট্র্যাকরেকর্ড থাকায় তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। পাশাপাশি বিএসএফ এবং বিজিবি অনুপ্রবেশ এবং চোরাচালান আটকাতে রাত্রে নজরদারি বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। দুই দেশের বন্ধুত্ব এবং সীমান্ত সুরক্ষিত রাখার ব্যাপারে ঐক্যবদ্ধ বিএসএফ- বিজিবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।