Home /News /national /
Bike accident viral video: চলন্ত বাসের চাকার নীচে যুবকের মাথা! বাইক চালকদের কাছে বড় শিক্ষা এই ভিডিও

Bike accident viral video: চলন্ত বাসের চাকার নীচে যুবকের মাথা! বাইক চালকদের কাছে বড় শিক্ষা এই ভিডিও

ভয়াবহ সেই দুর্ঘটনার মুহূর্ত৷

ভয়াবহ সেই দুর্ঘটনার মুহূর্ত৷

হাড়হিম করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের পিছনের চাকাটি বাইক চালকের মাথায় রীতিমতো ধাক্কা মারছে৷

 • Share this:

  #বেঙ্গালুরু: কথায় বলে রাখে হরি মারে কে৷ বেঙ্গালুরুর একটি দুর্ঘটনা অবশ্য প্রমাণ করল, শুধু কপাল জোর নয়, দুর্ঘটনা থেকে বাঁচতে নিজেরও সতর্ক থাকা কতটা প্রয়োজন৷

  বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশের জয়েন্ট কমিশনার বি আর রবিকান্তে গৌড়া সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন৷ বাইক চালক এবং আরোহীরা যাতে, আইএসআই চিহ্ন সহ ঠিকঠাক মানের একটি হেলমেট হেলমেট ব্যবহার করেন, এই ভিডিও পোস্ট করে সেটাই বোঝাতে চেয়েছেন ওই পুলিশ কর্তা৷

  ট্যুইটারে পোস্ট করা ওই ভিডিও-তে একটি দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েেছ৷ সেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে কোনওভাবে একটি বড় বাসের নীচে এসে পড়ছেন এক বাইক চালক৷ বাসটি আসছিল উল্টো দিক থেকে৷ বাইক চালক যুবক এমন ভাবে বাসের নীচে গিয়ে পড়েন যে তাঁর মাথা গিয়ে পড়ে বাসের পিছনের চাকার একেবারে সামনে৷

  আরও পড়ুন: ব্যাগ নিয়ে রেললাইন পারাপার, ছুটে আসছে ট্রেন! রুদ্ধশ্বাস ভিডিওতে তোলপাড়

  বাইক চালককে বাঁচাতে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন বাস চালক৷ হাড়হিম করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের পিছনের চাকাটি বাইক চালকের মাথায় রীতিমতো ধাক্কা মারছে৷ যার জেরে আরও কয়েক ফুট সামনের দিকে এগিয়ে এসে পড়েন ওই বাইক চালক৷ কিন্তু দুর্ঘটনার সময় ওই বাইক চালকের মাথায় হেলমেট ছিল৷ হেলমেটটি ভাল মানের হওয়ার কারণে বাসের চাকার ধাক্কাতেও ওই বাইক চালকের মাথায় গুরুতর কোনও আঘাত লাগেনি, বড় বিপদ থেকে রক্ষা পান তিনি৷

  পরে জানা যায়, ১৯ বছর বয়সি ওই বাইক চালকের নাম অ্যালেক্স সিলভা পেরেস৷ দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ওই বাইক চালককে বাসের নীচ থেকে বের করে আনেনন৷ ভিডিও-তেই বোঝা যাচ্ছে, হেলমেটের কারণেই ভয়ানক পরিণতি থেকে রক্ষা পান ওই যুবক৷ পরে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্যুইটারে ফের পরামর্শ দিয়ে বলা হয়, শুধু বাইক চালক নন, তাঁর পিছনে থাকা আরোহীরও ভাল মানের হেলমেট পরা উচিত৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর