ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার উত্থানে পাল্টে গিয়েছে অনেকের জীবন। খুলে গিয়েছে কাজের দিশা। প্রতিভা বিকাশের পথ এখন আর বন্ধুর নয় ততটাও। সেখানেই উঠে এসেছে বেঙ্গালুরুর এক ফলবিক্রেতার কথা। যাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে। যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা ২ হাজারেরও বেশি। তাঁর জীবনকাহিনি অনুপ্রাণিত করেছে বহু জনকেই।
বেঙ্গালুরুর পথের ধারে তাজা ফলের রস বিক্রি করেন ওই ইউটিউবার। তাঁর কাছে ফলের রস খেতে গিয়েছিলেন ট্যুইটারেত্তি কেশব লোহিয়া। তাঁকে ফলের রস বিক্রেতা কুমকুম মৃধা জানান তাঁর একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে তিনি নানারকমের ফল, ফলের রসের উপকারিতা নিয়ে বলেন। শেয়ার করেন রেসিপি ভিডিও। ক্রেতাদের তিনি অনুরোধ করেন তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করতে। করলেই নাকি ফলের রসে দামে মেলে ডিসকাউন্ট।
Yesterday, I had fresh juice from this vendor in Bellandur. What stood out was that he had a “YouTube” channel (with 2k subscribers!) along with common barcodes.
And he was promoting it - visit my channel! This is peak creator economy and ofc @peakbengaluru pic.twitter.com/ZnhiwVRnIn — Keshav Lohia (@Keshav_Lohiaa) March 18, 2023
আরও পড়ুন : এটা সোনার নেকলেসের লকেট না ডিনার প্লেট! সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দিত কনে এবং তাঁর মেক আপ শিল্পী
কুমকুমের এই উদ্যোগ জয় করেছে নেটিজেনদের মন। কমেন্ট বক্সে অনেকেই শেয়ার করেছেন তাঁদের স্মৃতি। যেখানে বলেছেন তাঁরাও এমন অটোচালকের দেখা পেয়েছেন, যাঁরা সাফল্য কুড়োচ্ছেন ইউটিউবার হিসেবেও। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে নেটমহলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।