হোম /খবর /দেশ /
ফলের রস বিক্রির ফাঁকেই পোস্ট ইউটিউবে, দু’ চোখে সফল ইউটিউবার হওয়ার স্বপ্ন

Youtuber :ফলের রস বিক্রির ফাঁকেই পোস্ট নিজের ইউটিউব চ্য়ানেলে, বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন

তাঁর জীবনকাহিনি অনুপ্রাণিত করেছে বহু জনকেই

তাঁর জীবনকাহিনি অনুপ্রাণিত করেছে বহু জনকেই

Youtuber : সেখানেই উঠে এসেছে বেঙ্গালুরুর এক ফলবিক্রেতার কথা। যাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে

  • Share this:

ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার উত্থানে পাল্টে গিয়েছে অনেকের জীবন। খুলে গিয়েছে কাজের দিশা। প্রতিভা বিকাশের পথ এখন আর বন্ধুর নয় ততটাও। সেখানেই উঠে এসেছে বেঙ্গালুরুর এক ফলবিক্রেতার কথা। যাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে। যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা ২ হাজারেরও বেশি। তাঁর জীবনকাহিনি অনুপ্রাণিত করেছে বহু জনকেই।

বেঙ্গালুরুর পথের ধারে তাজা ফলের রস বিক্রি করেন ওই ইউটিউবার। তাঁর কাছে ফলের রস খেতে গিয়েছিলেন ট্যুইটারেত্তি কেশব লোহিয়া। তাঁকে ফলের রস বিক্রেতা কুমকুম মৃধা জানান তাঁর একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে তিনি নানারকমের ফল, ফলের রসের উপকারিতা নিয়ে বলেন। শেয়ার করেন রেসিপি ভিডিও। ক্রেতাদের তিনি অনুরোধ করেন তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করতে। করলেই নাকি ফলের রসে দামে মেলে ডিসকাউন্ট।

আরও পড়ুন :  এটা সোনার নেকলেসের লকেট না ডিনার প্লেট! সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দিত কনে এবং তাঁর মেক আপ শিল্পী

কুমকুমের এই উদ্যোগ জয় করেছে নেটিজেনদের মন। কমেন্ট বক্সে অনেকেই শেয়ার করেছেন তাঁদের স্মৃতি। যেখানে বলেছেন তাঁরাও এমন অটোচালকের দেখা পেয়েছেন, যাঁরা সাফল্য কুড়োচ্ছেন ইউটিউবার হিসেবেও। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে নেটমহলে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Viral, Youtuber