• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ছবি পোড়ালেই পাবেন বিনামূল্যে ডেসার্ট!

প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ছবি পোড়ালেই পাবেন বিনামূল্যে ডেসার্ট!

photo source instagram

photo source instagram

 • Share this:

  #বেঙ্গালুরু: শাহিদ-করিনার বিখ্যাত ছবি 'জব উই মেট' সিনেমাটা মনে আছে তো? সেখানে নিজের প্রেমিকার ছবি পুড়িয়ে প্রেমিকাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন শাহিদ। ভ্যালেনটাইন দিবস উপলক্ষে এমনই এক অভিনব ভাবনা সামনে এনেছেন বেঙ্গালুরুর এক কাফে। কাফেটির নাম রাউন্ডআপ কাফে। তারাও চায় আপনিও কষ্ট না পেয়ে ভুলে যান নিজের পুরনো প্রেমকে। সেই জন্যই কোরামাঙ্গালের এই কাফেটি তাদের গেস্টদের বলছেন, কাফেতে নিজের প্রাক্তন বা প্রাক্তনীর ছবি নিয়ে এসে নিজের হাতেই পুড়িয়ে ফেলুন। আর পেয়ে যান বিনামূল্যে ডেসার্ট।

  দেখুন ইনস্টার পোস্ট--->

  যদি আপনি নিজের বয়ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ডকে ভুলে গিয়ে পেতে চান ডেসার্ট তাহলে এদের আইডিয়াটা মন্দ নয়। তাছাড়া পুরনো দুঃখ বয়ে বেড়ানোর থেকে ভুলে যাওয়াই বোধহয় ভাল। তবে ভ্যালেনটাইন ডে তে রাউন্ডআপ কাফের এই আইডিয়া বেশ মজার। তারা তাদের ইনস্টা পেজে এই পোস্টটি করার পরই সকলে শেয়ার করতে শুরু করেন।

  আরও ভিডিও দেখুন--->

  First published: