• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মাইনে ১ লক্ষ টাকা, কাজ ঘুমনো! বেঙ্গালুরুর সংস্থায় নিয়োগ, আবেদন, যোগ্যতা? জেনে নিন

মাইনে ১ লক্ষ টাকা, কাজ ঘুমনো! বেঙ্গালুরুর সংস্থায় নিয়োগ, আবেদন, যোগ্যতা? জেনে নিন

এ বার স্বাস্থ্যকর ঘুমের অন্যতম প্যারামিটার অর্থাৎ সারাদিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোনো, সকালে যথাসময়ে ওঠা, ইনসমনিয়া বা ঘুমের অভাবে না ভোগা, নাক ডাকা, কিংবা দিনের বেলায় অতিরিক্ত ঘুমোনোর অভ্যাসের বিষয়গুলি খতিয়ে দেখা হয়।

এ বার স্বাস্থ্যকর ঘুমের অন্যতম প্যারামিটার অর্থাৎ সারাদিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোনো, সকালে যথাসময়ে ওঠা, ইনসমনিয়া বা ঘুমের অভাবে না ভোগা, নাক ডাকা, কিংবা দিনের বেলায় অতিরিক্ত ঘুমোনোর অভ্যাসের বিষয়গুলি খতিয়ে দেখা হয়।

ইন্টার্নশিপের সুযোগ পেতে গেলে, যে কোনও ফিল্ডে ডিগ্রি থাকলেই হবে৷ বিশেষ করে যদি আপনি স্কুলে বা কলেজে ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়তেন, তা হলে তা হবে বোনাস৷

 • Share this:

  #বেঙ্গালুরু: সাধারণত অফিসে ডিউটি চলাকালীন ঘুম নীতি বিরুদ্ধ৷ চাকরিও যেতে পারে! কিন্তু ঘুমনোটাই যদি কাজ হয়, তাহলে? অর্থাত্‍ ঠিক মতো ঘুমোতে পারলে, তবেই মাইনে৷ ঠিক তাই, এটাই চাকরি৷

  বেঙ্গালুরুর কোম্পানি Wakefit নিয়ে এল স্লিপ ইন্টার্নশিপ৷ রাতে টানা ৯ ঘণ্টা ঘুমোলেই ১ লক্ষ টাকা৷ ঠিকই শুনেছেন৷ ১ লক্ষ টাকা স্টাইপেন্ড ছাড়াও ইন্টার্নকে দেওয়া হবে ঘুম বিশেষজ্ঞ, নিউট্রিশনিস্ট, ফিটনেস এক্সপার্ট ও ইন্টেরিয়র ডিজাইনার, যাতে ঘুম একেবারে গভীর ও সুখকর হয়৷

  সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কী ভাবে গভীর ও দীর্ঘক্ষণ ঘুমনো যায়, তার একটি কার্যকরী স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যোগ্য প্রার্থী ও টিমের অন্যান্য সদস্যদের৷

  এই চাকরি পাওয়ার যোগ্যতা কী?

  ১. ইন্টার্নশিপের সুযোগ পেতে গেলে, যে কোনও ফিল্ডে ডিগ্রি থাকলেই হবে৷ বিশেষ করে যদি আপনি স্কুলে বা কলেজে ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়তেন, তা হলে তা হবে বোনাস৷

  ২. বিছানায় যাওয়ার ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ার ক্ষমতা থাকতে হবে৷

  ৩. টিম প্লেয়ার হতে হবে৷ ঘুমের পণ্য বা সামগ্রী সম্পর্কে জ্ঞান থাকতে হবে৷ বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে৷

  ৪. কোলাহলযুক্ত পরিবেশে ঘুমনোর অভিজ্ঞতা থাকতে হবে৷

  ৫. ব্যক্তিগত ঘুমের ধরন কেমন, তা ঠিক মতো রেকর্ড করার পাশাপাশি নিজের ঘুমের ধরনকে বিশ্লেষণ করারও ক্ষমতা থাকতে হবে৷

  এই সংস্থা স্লিপিং ইন্টার্নশিপের জন্য আগেও নিয়োগ করেছে৷ গতবার এই চাকরির জন্য ১.৭ লক্ষ আবেদনপত্র পড়েছিল৷ তাদের মধ্যে ২৩ জনকে বাছাই করা হয়৷ ২১ জন ভারতীয় ও দুজন বিদেশি৷

  Published by:Arindam Gupta
  First published: