• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সিনেমায় থেকে গেল প্রতিবাদ, প্রয়াত হলেন মৃণাল সেন

সিনেমায় থেকে গেল প্রতিবাদ, প্রয়াত হলেন মৃণাল সেন

 • Share this:

  #কলকাতা:  প্রয়াত মৃণাল সেন ৷ বয়স হয়েছিল ৯৫ বছর ৷ বাড়িতেই মৃণাল সেনের জীবনাবসান হয় ৷ বার্ধক্যজনিত রোগে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি ৷ বাংলার সেরা পরিচালকদের অন্যতম মৃণাল সেন ৷ পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন মৃণাল সেন ৷ দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন ৷ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার পান ৷ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার পান ৷

  তাহাদের কথা, ভুবন সোম, খারিজ, কলকাতা ৭১, ইন্টারভিউ, পদাতিক, আকালের সন্ধানে, একদিন প্রতিদিন ৷ মৃণাল সেন পরিচালিত ছবিগুলির অন্যতম ৷ মৃণাল সেনের আত্মজীবনী ‘তৃতীয় ভুবন’ ৷ নিয়ম ভাঙাই তাঁর নিয়ম। বরাবরই তিনি নিজেকে বলে এসেছেন পার্সোনাল কমিউনিষ্ট হিসেবে দাবি করে এসেছেন। ফরাসী নিউ ওয়েভের আশ্চর্য প্রভাব পড়েছিল তাঁর ওপর। শিল্পের নিয়ম কানুনকে কখনও কেয়ার করেননি। তৈরি করেছিলেন নিজের মতো করে রাজনৈতিক ভাষ্য। তিনি মৃণাল সেন। সত্যজিৎ, ঋত্বিকের পর তৃতীয় ভারতীয় সিনেমার মহীরুহ।

  আরও পড়ুন নিয়ম ভেঙে সিনেমা বানাতেই বেশি ভালবাসতেন তিনি...

  খাদ্য আন্দোলন থেকে নকশাল আন্দোলেন, মানুষের অসাহয়তা, অন্যদিকে স্বৈরাচারি রাষ্ট্রব্যবস্থা মৃণাল সেনকে করে তোলে প্রতিবাদী। সত্তরের পরিচালকের তিনটি ছবি ইন্টারভিউ, ক্যালকাটা একাত্তর, পদাতিক ছবিতে পুরোপুরি এক অন্য ভাষার সন্ধান করছেন তিনি। সিনেমা নয়, তাঁর ছবি হয়ে উঠছে ম্যানিফেস্টো। ফরাসি নিউ ওয়েভের ছায়া ভিড় করছিল তাঁর ছবিতে। এধরনের ঘরনার সঙ্গে তিনিই বাঙালির পরিচয় ঘটালেন।

  তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে মরদেহে মাল্যদান হবে না, মরদেহ কোথাও শায়িত রাখাও হবে না ৷ তাঁর ছেলে কুণাল সেন বিদেশ থেকে ফিরলেই হবে শেষকৃত্য ৷ ইতিমধ্যেই তাঁর পদ্মপুকুরের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছে শিল্পীমহল ৷ পুলিশ ব্যাডিকেড তৈরি করেছে যাতে পরিস্থিতি বেসামাল হয়ে না যায় ৷

  First published: