Home /News /national /

সুষমার প্রয়াণে যা বললেন অভিনেতা-সাংসদ দেব...

সুষমার প্রয়াণে যা বললেন অভিনেতা-সাংসদ দেব...

Actor MP Dev pays tribute to Sushma Swaraj

Actor MP Dev pays tribute to Sushma Swaraj

সংসদ ভবনে প্রায়সই দেখা হত দু’জনের৷ সুষমার প্রয়াণে শোকস্তব্ধ বাঙালার এই অভিনেতা৷ লিখলেন সুষমার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি৷

 • Share this:

  #কলকাতা: সুষমা স্বরাজ প্রয়াত৷ মঙ্গলবার রাতে আকষ্মিক তাঁর মৃত্যু খবরে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়ে৷ বেশ কিছুদিন অসুস্থ ছিলেন সুষমা৷ যে কারণে দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পর তিনি আর মন্ত্রীত্ব নিতে চাননি৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেব৷ প্রথমবার সাংসদ হয়ে সুষমাকে বিদেশমন্ত্রী হিসেবে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর৷ সংসদ ভবনে প্রায়সই দেখা হত দু’জনের৷ সুষমার প্রয়াণে শোকস্তব্ধ বাঙালার এই অভিনেতা৷ লিখলেন সুষমার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি৷

  সুষমা স্বরাজ দাপুটে নেত্রী৷ গোড়া হিন্দুত্ববাদী বিজেপির নেত্রী সুষমা৷ মতাদর্শ যাই হোক না কোনওভাবেই তার বহিরপ্রকাশ ঘটেনি সুষমার ব্যবহারে৷ দল,মত নির্বিশেষে সকলকেই আপন করে নিয়েছিলেন এই নেত্রী৷ তাই তো তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল৷

  আরও পড়ুন প্রিয় সুষমাজিকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও

  এই কথাই দেব লিখেছেন সুষমাকে শ্রদ্ধা জানাতে৷ তিনি লিখেছেন যে দল ও আর্দশের উর্দ্ধে গিয়েই সকলে মনে রাখবেন এই নেত্রীকে৷ সকলে সুষমাকে মনে রাখবেন একজন ভাল মানুষ হিসেবে৷ লিখেছেন দেব৷

  First published:

  Tags: Sushma Swaraj, সুষমা স্বরাজ

  পরবর্তী খবর