#নয়াদিল্লি: কেন্দ্রের অনেক প্রকল্প পশ্চিমবঙ্গে সঠিক ভাবে প্রয়োগ না হওয়ায় এই রাজ্য অনেক সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছে৷ গতবছর ডিসেম্বরে মেদিনীপুরের মেগা সভায় এমনটাই অভিযোগ এনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা অমিত শাহ৷
সম্প্রতি একটি সমীক্ষা বলছে আয়ুষ্মান ভারতের অন্তর্গত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ওরফে পিএমজেএওয়াই (Pradhan Mantri Jan Arogya Yojana, PMJAY) বাংলা থেকে প্রত্যাহারের ফলেই রাজ্যের স্বাস্থ্যের উন্নয়ন অনেকটাই পিছিয়ে পড়েছে৷ বাংলার তিন পড়শি রাজ্য বিহার, অসম এবং সিকিমের আর্থ-সামাজিক পরিকাঠামো প্রায় একই রকম৷ এই তিন রাজ্য পিএমজেএওয়াই-এর সুবিধা নিয়ে বাংলার থেকে এগিয়ে গিয়েছে৷
রিপোর্ট বলছে, ২০১৫-১৬ থেকে ২০১৯-২০-র মধ্যে বিহার, অসম এবং সিকিমে ঘরে ঘরে স্বাস্থ্যবীমার হার ৮৯ শতাংশ বেড়েছে৷ সেখানে বাংলায় ১২ শতাংশ কমেছে৷ বাংলায় অনূর্ধ্ব-৫ মৃতের হার ২০ শতাংশ বেড়েছে৷ সেখানে অনান্য রাজ্যে ২৭ শতাংশ কমেছে৷ স্বাস্থ্যের দিক থেকে বাংলার পাশের রাজ্যগুলির অবস্থা ৭-৮ শতাংশ ভাল হয়েছে৷ গর্ভনিরোধ, মহিলা নির্বীজন ও পিলের ব্যবহার বিহার, অসম ও সিকিমে যথাক্রমে ৩৬%, ২২% ও ২৮% বেড়েছে৷ বাংলায় বিষয়গুলো উপেক্ষণীয়৷ স্বাস্থ্যবীমার আওতায় আসার পরেই এই তিন রাজ্যের মা এবং সন্তানের যত্নের বিষয়টা অনেক উন্নত হয়েছে৷
শুরুতে বাংলায় পিএমজেএওয়াই চালু হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই প্রকল্পের নাম নিয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানিয়েছিল৷ পাশাপাশি তাদের মনে হয়েছিল যে, ৬০:৪০ অংশিদারী না হয়, একই রাখা উচিত ছিল৷ ১০ জানুয়ারি রাজ্য চিঠি দিয়ে কেন্দ্রকে জানিয়ে দেয় যে, এই প্রকল্প এখান থেকে প্রত্যাহার করা হচ্ছে৷ রাজ্য সরকার এই প্রকল্পের নাম দেয় জন আরোগ্য যোজনা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।