মঙ্গলবার সকালে কনস্টিটিউশন ক্লাবে রাহুল গান্ধীর ডাকে যখন ১৪টি রাজনৈতিক দলের নেতারা সংসদে বিরোধী শিবিরের রণকৌশল তৈরিতে ব্যস্ত ঠিক তখনই সংসদ ভবনে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পৌরহিত্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, দলীয় সাংসদদের তিনি বলেন অধিবেশন ভেস্তে দেওয়ার বিরোধীদের কৌশল বানচাল করতে হবে। সেই জন্য দলের সাংসদদের উপস্থিতি প্রথম জরুরি।
সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। দীর্ঘশ্বাসের মত ভুয়ো ইস্যু নিয়ে লড়ছে বিরোধীরা। আসল উদ্দেশ্য সংসদ অধিবেশন বসতে না দেওয়া। আমাদের উচিত বিরোধীদের এই কৌশলকে ভেস্তে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে সংসদের অধিবেশনের বাকি দিনগুলি যাতে বানচাল না হয় সে জন্য সচেষ্ট হতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।