• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রাহুলের পথে কাঁটা হবেন না, তাই মনমোহনকে প্রধানমন্ত্রী করেন সনিয়া! বইয়ে দাবি ওবামার

রাহুলের পথে কাঁটা হবেন না, তাই মনমোহনকে প্রধানমন্ত্রী করেন সনিয়া! বইয়ে দাবি ওবামার

রাহুলের স্বার্থেই প্রধানমন্ত্রী করা হয় মনমোহনকে? Photo-File

রাহুলের স্বার্থেই প্রধানমন্ত্রী করা হয় মনমোহনকে? Photo-File

 • Share this:

  #নয়াদিল্লি: ছেলে রাহুল গান্ধির রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিতই থাকবে৷ সেই কারণেই মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন সনিয়া গান্ধি৷ নিজের বই আ প্রমিসড ল্যান্ড- এ এমনই দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এই বইতেই রাহুল গান্ধিকে নার্ভাস ছাত্র এবং অপরিণত বলে মত প্রকাশ করেছেন ওবামা৷

  প্রেসিডেন্ট থাকাকালীন যে যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছে, তাঁদের সম্পর্কে নিজের অভিমত এই বইতে তুলে ধরেছেন বারাক ওবামা৷ আর সেখানেই সনিয়া, রাহুল গান্ধি, মনমোহন সিং-দের নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷ যথেষ্ট আলোচনা শুরু হয়েছে৷ তবে এই বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কিছু বলেননি ওবামা৷

  নিজের এই বইতে আগাগোড়াই মনমোহন সিং-এর প্রশংসা করেছেন বারাক ওবামা৷ শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে প্রথাগত ভাবে রাজনীতি না করেও যেভাবে দেশের শীর্ষ পদে বসেছিলেন মনমোহন সিং, তার উল্লেখ করেছেন ওবামা৷ পাশাপাশি ১৯৯০-এর দশকে মনমোহন সিং-এর নেতৃত্বেই যেভাবে ভারতীয় অর্থনীতি বাজার কেন্দ্রিক হয়ে উঠেছিল, তারও প্রশংসা করেছেন তিনি৷ ওবামা লিখেছেন, পাণ্ডিত্য এবং সততাই ছিল মনমোহনের সবথেকে বড় গুণ৷ এ প্রসঙ্গেই ওবামা দাবি করেছেন, ভারতের রাজনীতি এখনও জাতপাতের ভিত্তিতেই আবর্তিত হয়৷ শিখ সম্প্রদায়ের প্রতিনিধি মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীর পদে বসায় ভারতীয় রাজনীতি বিভাজনমূলক মনোভাবের ঊর্ধ্বে উঠতে পেরেছিল বলে যে দাবি করা হয়, তা ঠিক নয় বলেও দাবি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের৷

  বারাক ওবামা লিখেছেন, 'একাধিক রাজনৈতিক বিশ্লেষকের এটাই মত যে সনিয়া গান্ধি মনমোহন সিং-কে বেছে নিয়েছিলেন কারণ তিনি একজন প্রবীণ শিখ এবং তাঁর নিজের কোনও রাজনৈতিক ভিত্তি নেই৷ ফলে রাহুল গান্ধির জন্য ভবিষ্যতে কোনও সমস্যা তৈরির সম্ভাবনা ছিল না মনমোহনের৷ কারণ সেই সময় চল্লিশ বছরের রাহুলকে কংগ্রেস দলের ভার সামলানোর জন্য তৈরি করছিলেন সনিয়া৷'

  মনমোহন সিং-এর বাড়িতে একটি নৈশভোজের কথাও উল্লেখ করেছেন বারাক ওবামা৷ সেখানে সনিয়া এবং রাহুল গান্ধিও উপস্থিত ছিলেন৷ মনমোহন সিং প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর রাহুলকেই সেই পদে বসানো হয় কি না, তা নিয়েও সেই সময় তাঁর মনে কৌতূহল সৃষ্টি হয়েছিল বলে নিজের বইয়ে স্বীকার করে নিয়েছেন ওবামা৷

  মনমোহনের প্রশংসা করতে গিয়ে ওবামা আরও লিখেছেন, ২০০৯ সালে মুম্বই হামলার পরে পাকিস্তানে পাল্টা হামলার একাধিক প্রস্তাব পেলেও সংযম দেখিয়েছিলেন মনমোহন৷ কারণ তিনি বিশ্বাস করতেন, দেশে মুসলিম বিরোধী আবেগকে প্রশয় দিলে আসলে বিজেপি-রই সুবিধে হবে৷

  বিহার ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের মধ্যেই বিরোধিতার সুর জোরাল হচ্ছে৷ এই পরিস্থিতিতে বারাক ওবামার এই চাঞ্চল্যকর দাবি যে কংগ্রেসের অস্বস্তি আরও বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না৷

  Published by:Debamoy Ghosh
  First published: