#নয়াদিল্লি: ছেলে রাহুল গান্ধির রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিতই থাকবে৷ সেই কারণেই মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন সনিয়া গান্ধি৷ নিজের বই আ প্রমিসড ল্যান্ড- এ এমনই দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এই বইতেই রাহুল গান্ধিকে নার্ভাস ছাত্র এবং অপরিণত বলে মত প্রকাশ করেছেন ওবামা৷
প্রেসিডেন্ট থাকাকালীন যে যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছে, তাঁদের সম্পর্কে নিজের অভিমত এই বইতে তুলে ধরেছেন বারাক ওবামা৷ আর সেখানেই সনিয়া, রাহুল গান্ধি, মনমোহন সিং-দের নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷ যথেষ্ট আলোচনা শুরু হয়েছে৷ তবে এই বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কিছু বলেননি ওবামা৷
নিজের এই বইতে আগাগোড়াই মনমোহন সিং-এর প্রশংসা করেছেন বারাক ওবামা৷ শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে প্রথাগত ভাবে রাজনীতি না করেও যেভাবে দেশের শীর্ষ পদে বসেছিলেন মনমোহন সিং, তার উল্লেখ করেছেন ওবামা৷ পাশাপাশি ১৯৯০-এর দশকে মনমোহন সিং-এর নেতৃত্বেই যেভাবে ভারতীয় অর্থনীতি বাজার কেন্দ্রিক হয়ে উঠেছিল, তারও প্রশংসা করেছেন তিনি৷ ওবামা লিখেছেন, পাণ্ডিত্য এবং সততাই ছিল মনমোহনের সবথেকে বড় গুণ৷ এ প্রসঙ্গেই ওবামা দাবি করেছেন, ভারতের রাজনীতি এখনও জাতপাতের ভিত্তিতেই আবর্তিত হয়৷ শিখ সম্প্রদায়ের প্রতিনিধি মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীর পদে বসায় ভারতীয় রাজনীতি বিভাজনমূলক মনোভাবের ঊর্ধ্বে উঠতে পেরেছিল বলে যে দাবি করা হয়, তা ঠিক নয় বলেও দাবি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের৷
বারাক ওবামা লিখেছেন, 'একাধিক রাজনৈতিক বিশ্লেষকের এটাই মত যে সনিয়া গান্ধি মনমোহন সিং-কে বেছে নিয়েছিলেন কারণ তিনি একজন প্রবীণ শিখ এবং তাঁর নিজের কোনও রাজনৈতিক ভিত্তি নেই৷ ফলে রাহুল গান্ধির জন্য ভবিষ্যতে কোনও সমস্যা তৈরির সম্ভাবনা ছিল না মনমোহনের৷ কারণ সেই সময় চল্লিশ বছরের রাহুলকে কংগ্রেস দলের ভার সামলানোর জন্য তৈরি করছিলেন সনিয়া৷'
মনমোহন সিং-এর বাড়িতে একটি নৈশভোজের কথাও উল্লেখ করেছেন বারাক ওবামা৷ সেখানে সনিয়া এবং রাহুল গান্ধিও উপস্থিত ছিলেন৷ মনমোহন সিং প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর রাহুলকেই সেই পদে বসানো হয় কি না, তা নিয়েও সেই সময় তাঁর মনে কৌতূহল সৃষ্টি হয়েছিল বলে নিজের বইয়ে স্বীকার করে নিয়েছেন ওবামা৷
মনমোহনের প্রশংসা করতে গিয়ে ওবামা আরও লিখেছেন, ২০০৯ সালে মুম্বই হামলার পরে পাকিস্তানে পাল্টা হামলার একাধিক প্রস্তাব পেলেও সংযম দেখিয়েছিলেন মনমোহন৷ কারণ তিনি বিশ্বাস করতেন, দেশে মুসলিম বিরোধী আবেগকে প্রশয় দিলে আসলে বিজেপি-রই সুবিধে হবে৷
বিহার ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের মধ্যেই বিরোধিতার সুর জোরাল হচ্ছে৷ এই পরিস্থিতিতে বারাক ওবামার এই চাঞ্চল্যকর দাবি যে কংগ্রেসের অস্বস্তি আরও বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।