corona virus btn
corona virus btn
Loading

স্বাস্থ্য বিধি মানার বালাই নেই, কুকুর ছাগলের সঙ্গে মিডডে মিল খাচ্ছে পড়ুয়ারা!

স্বাস্থ্য বিধি মানার বালাই নেই, কুকুর  ছাগলের সঙ্গে মিডডে মিল খাচ্ছে পড়ুয়ারা!
representative image

স্বাস্থ্য বিধির মানার কোন বালাই নেই । কুকুর ছাগলের সঙ্গে এক সঙ্গে মিডডে মিল খাচ্ছে পড়ুয়ারা ।

  • Share this:

#বর্ধমান: স্বাস্থ্য বিধির মানার কোন বালাই নেই । কুকুর ছাগলের সঙ্গে এক সঙ্গে মিডডে মিল খাচ্ছে পড়ুয়ারা । এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কের মুখে পূর্ব বর্ধমানের জামালপুরের চক্ষণজাদি গোলাম মহম্মদ ইনস্টিটিউশন। দিনের পর দিন এমনটা চলে আসায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা ।

পড়ুয়াদের মিডডে মিল খাওয়ানোর এমন ব্যবস্থাপনায় ক্ষুব্ধ প্রশাসনের । স্কুলের বারান্দায় পড়ুয়াদের মিড-ডে মিল খাওয়ার সময় কুকুর-ছাগল ঘুরে বেড়ায়। খাওয়ার কোনও নির্দিষ্ট জায়গা নেই। সে জন্য পড়ুয়াদের একটা বড় অংশ স্কুলের সামনের মাঠে থালা নিয়ে খেতে বসে যায়। তখন পড়ুয়াদের কুকুর-ছাগলরা ঘিরে ধরে। অনেক সময় খাবারে থালায় কুকুর-ছাগলে মুখও দিয়ে দেয়।জামলপুর ব্লকের বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন , অভিযোগ পাবার পর ব্লকের আধিকারিক দল বিদ্যালয়ে গিয়েছিল । তারা রিপোর্ট জমা দেবে । অস্বাস্থ্যকর পরিবেশে মিডডে মিল খাওয়ানো বরদাস্ত করা হবে না । এবিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

First published: November 3, 2017, 8:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर