corona virus btn
corona virus btn
Loading

আগামিকাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম পরিষেবা ব্যাহত হওয়ারও আশঙ্কা

আগামিকাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম পরিষেবা ব্যাহত হওয়ারও আশঙ্কা
representative image

ব্যাঙ্ক সংযুক্তি নীতি ও পরিষেবা-চার্জ বাড়ানোর প্রতিবাদেই ধর্মঘট ব্যাঙ্ককর্মীদের দুই সংগঠনের

  • Share this:
#নয়াদিল্লি: আগামিকাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট! ব্যাঙ্ক সংযুক্তি নীতি ও পরিষেবা-চার্জ বাড়ানোর প্রতিবাদেই ধর্মঘট ব্যাঙ্ককর্মীদের দুই সংগঠনের। ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে এআইবিইএ ও বেফি। এটিএম পরিষেবা ব্যাহত হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে, সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কগুলি ধর্মঘটের আওতার বাইরে।

অগাস্ট মাসের শেষে সাতাশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে বারোটি ব্যাঙ্ক করা হয়।  এই  নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন গ্রাহকদের সুবিধার কথা। কেউ আশঙ্কা করছেন কর্মী ছাঁটাইয়ের। তবে, ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদ জানিয়েছে  ব্যাঙ্ককর্মীদের দুই সংগঠন এআইবিইএ ও বেফি। পাশাপাশিরয়েছে গ্রাহকদের সারচার্জ কমানো, বেতন চুক্তি অনুযায়ী বেতন বৃদ্ধি-সহ আরও ৮ দফা দাবি।

First published: October 21, 2019, 9:35 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर