#তেলাঙ্গনা: করোনায় আক্রান্ত হতে পারেন! এটা ভেবে ভয়ে আত্মহত্যা করলেন ব্যাঙ্ককর্মী ৷ জানা গিয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বানি নামে ওই মহিলা ব্যাঙ্ককর্মী ৷ তেলাঙ্গনার করিমনগরের স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে কাজ করতেন তিনি ৷ সহ-কর্মীদের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ তার পরিবার থাকত হায়দরাবাদে ৷
শুক্রবার একটি স্যুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ তাতে বানি লিখেছিলেন তিনি এই পদক্ষেপ করোনার ভয়ে নিচ্ছেন এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
জানা গিয়েছে, কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার বাবার ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর মাও এবং হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৷ এই পুরো ঘটনায় মানসিক অবসাদে ভুগচ্ছিলেন তিনি বলে মনে করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus