Photo Courtesy: ANI/Twitter
#বাহরাইচ: সোমবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশের বাহরাইচে ৷ গোন্ডা-বাহরাইচ জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷ আহতের সংখ্যা ১০ জন বলে জানা গিয়েছে ৷ শিবডাহা মোড়ের কাছে এদিন দুর্ঘটনাটি ঘটে ৷ মুখোমুখি সংঘর্ষের পর একটি গাড়ি উল্টে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের ৷ আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ যার মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
Bahraich: Six people died, 10 injured after their vehicle was hit by another vehicle at Shivdaha Mod in Payagpur. More details awaited.
— ANI UP (@ANINewsUP) November 1, 2020
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ৷ পয়াগপুর থানার তরফ থেকে জানা গিয়েছে, আম্বেডকরনগর থেকে লখিমপুর ফিরছিলেন যাত্রীরা ৷ সেইসময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ শিবডাহা মোড়ের সামনে একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় ৷ আহতরা এখন বাহরাইচের মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।