#নয়া দিল্লি: লকডাউনে দেশ জুড়ে রেল চলাচল বন্ধ রয়েছে। সেই সুযোগে অনেকদিনের পড়ে থাকা কাজ সেরে ফেলেছে ভারতীয় রেল। নিরাপত্তা ও রেল চলাচল পরিচালনার কাজ আরও সুষ্ঠভাবে পরিচালনার জন্য রেল ব্রিজ, ট্র্যাক দেখভাল করার এই কাজগুলি অনেকদিন ধরেই বাকি ছিল। সেগুলি সেরে ফেলা হল এই সুযোগে। দেশের বিভিন্ন জোনে ভারতীয় রেল এই কাজ লকডাউনের সময় করেছে।
প্রায় ৫০০ উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন, সঙ্গে ট্র্যাক, সিগনাল ও Overhead Equipment (OHE) দেখভালের কর্মীরা নিয়মিত এই কাজ করলেন। কাজ এল প্রায় দশ হাজারের বেশি মেশিন। ঠিক করে ফেলা হল ১২২৭০ কিমি রেলপথ। Ultrasonic flaw detection (USFD), বা রেলপথে কোনও ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করে দেখার মেশিন দিয়ে খতিয়ে দেখা হল ৩০১৮২ কিমি রেল পথ ও ১,৩৪,৪৪৩ কিমি রেল ইয়েল্ডস।
Tamil Nadu: Maintenance and repair work at Pamban Railway Bridge being carried out by the railway employees today in Rameswaram, amid #COVID19 lockdown. pic.twitter.com/yqu0plt4nw
যবে থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে, তবে থেকেই রেল পরিষেবা একেবারে বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কোনওদিন এমনভাবে দেশের যোগাযোগের একমাত্র মাধ্যম রেল পরিষেবা বন্ধ থাকেনি। তাই এই সময়টায় যাত্রী সুরক্ষায় রেলপথ পরীক্ষা করার এক দারুন সুযোগ পেয়ে ভারতীয় রেল। আর সেই কারণেই রেলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি এক, এবং একমাত্র সুযোগ সমস্ত পড়ে থাকা পরিচর্যার কাজ সেরে ফেলার। রেল পরিষেবাকে কোনওভাবে বন্ধ না করেই এই কাজ এই সময়ের মধ্যে সেরে ফেলা যাবে। আর এই কাজ করেছেন রেলের নেপথ্যের কর্মীরা। যাঁরা এই সময়ে করোনা ভাইরাসের চোখরাঙানি উপেক্ষা করেই রেলের যাত্রী সুরক্ষার তাগিদে কাজ করে গিয়েছেন।