#নয়াদিল্লি: সন্তানের জন্মস্থান কোথায়? সঠিক করে বলাই দুষ্কর । কারণ এই পৃথিবীর আলো যখন দেখল শিশুটি, সে তখন মাঝ-আকাশে । দিল্লি থেকে বেঙ্গালুরু আকাশপথের কোথাও একটা । এমন ঘটনা বিরল বলেও একেবারে অস্বাভাবিক কিছু নয়।
এমনই ঘটনা গতকাল, বুধবার ঘটল দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানের মধ্যে । যদিও এই বিষয়ে বিশদে এখনও কিছু জানানো হয়নি ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে । সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার ইন্ডিগো 6E 122 বিমানে দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেয় বিকেলের দিকে । মাঝ আকাশে হঠাৎই প্রসব বেদনা শুরু হয় এক মহিলা যাত্রীর । সন্তানের জন্মের মুহূর্ত চলে এসেছে বুঝতে পেরেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন । এরপর মাঝ আকাশেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা । তবে বাচ্চাটি প্রি-ম্যাচিওর হওয়ার তাঁকে খুব সাবধানে রাখা হয় ।
সাড়ে ৭টা নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণ করতেই ওই মহিলা ও তাঁর সদ্যোজাত শিশুপুত্রকে হাসপাতালে ভর্তি করা হয় । জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে । বিমানের মধ্যে জন্মানোর উপহার হিসাবে তবে কি সারাজীবনের জন্য ইন্ডিগো বিমানের টিকিট ফ্রি পাবে ওই শিশু? না এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি ।
তবে এই ঘটনা নতুন নয় । ২০১৭ সালে সৌদি আরব থেকে ভারতে আসার একটি বিমানে এক মহিলা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন । জেট এয়ারওয়েজ তার সারাজীবনের বিমানের টিকিটের দায়িত্ব নিয়েছিল ।
২০০৯ সালে এয়ার এশিয়া একজন মালয়েশিয়ান মা ও তাঁর ছেলেকে গোটা জীবনের বিমানের টিকিট উপহার দিয়েছিল । একটি ফিলিপাইনের এয়ারলাইন সংস্থা বিমানে জন্মানো শিশু কন্যাকে বিনামূল্যে ১ মিলিয়ন এয়ার মাইল ভ্রমণের উপহার দিয়েছিল ।
ইন্ডিগোর তরফে এমন কোনও উপহার আসে কিনা এখন সেটাই দেখার ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।