#ভুবনেশ্বর: শ্রমিক স্পেশাল ট্রেনে করে বাড়ির পথে রওয়া দিয়েছিলেন মহিলা৷ ট্রেনেই ওঠে প্রসব যন্ত্রণা৷ তেলেঙ্গানার লিঙ্গমপল্লি থেকে ওড়িশার বালাঙ্গিরে বাড়ি ফিরছিলেন তিনি৷ ভেবেছিলেন বাড়িতে ফিরেই হবে সন্তানের জন্ম৷ কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছুই৷ শ্রমিক স্পেশাল ট্রেনেই জন্ম নিল তাঁর সন্তান৷ পুত্র সন্তানের জন্ম দেন এই পরিযায়ী শ্রমিক৷
ওড়িশার বালাঙ্গির জেলার লিঙ্গমপলির বাসিন্দা মীনা কুম্ভার৷ কাজের প্রয়োজনে ওড়িশা থেকে তেলেঙ্গানা গিয়েছিলেন ১৯ বছরের মীনা৷ কিন্তু লকডাউেন আটকে গিয়েছিলেন সেখানে৷ শেষ পর্যন্ত বাড়ি ফিরতে ব্যবস্থা হয় শ্রমিক স্পেশালের৷ সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি৷ আপাতত মা ও সন্তানকে ভর্তি করা হয়েছে টিটলাগড়ের সরকারি হাসপাতালে৷ চিকিৎসক জানিয়েছেন, মা ও তাঁর সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন৷
এই নিয়ে ওড়িশায় ৩টি বাচ্চার জন্ম হল শ্রমিক স্পশাল ট্রেনে৷ গোটা দেশে এই সংখ্যাটা ৩৭! টিটলাগড় জেলায় যেমন এক পুত্র সন্তানের জন্ম হয়েছে, তেমনই ২২ মে ছত্তিশগড় ফেরার সময় এক মহিলা একই জায়গায় এক কন্যা সন্তানের জন্ম দেন৷
Odisha: A woman gave birth to baby boy on board 'Shramik Special' from Lingampali in Telangana to Balangir in Odisha, today. The mother and the child have been shifted to a government hospital in Titlagarh; both are doing well. pic.twitter.com/PsXQpkpMYw
— ANI (@ANI) June 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।