#হাওড়া: চলন্ত ট্রেনে প্রসব বেদনা ওঠে বছর বত্রিশের সাইরা ফতেমার । কী করবেন বুঝে উঠতে পারছিলেন না । অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকা ফতেমার কথা পরিবারের তরফ থেকে জানান হয় কর্তব্যরত রেলকর্মীকে । তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘটনার কথা জানান উচ্চপদস্থ আধিকারিকদের । তৎপরতার সঙ্গে ট্রেন খুরদা রোডে থামানো হয় ।
রেল সূত্রে জানা গিয়েছে , সকাল সাড়ে এগারো'টা নাগাদ প্রসব বেদনা ওঠে ওই মহিলার । তিনি সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশ্যাল ট্রেনে যাত্রা করছিলেন । খবর পাওয়ার পর সময় নষ্ট না করে নিকটবর্তী খুরদা রোডে থামানো হয় ট্রেন । ট্রেন থেকে ধীরে ধীরে নামানো হয় তাঁকে । এরপর রেলের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের তত্বাবধানে পুত্র সন্তানের জন্ম দেন সাইরা ।
রেল সূত্রে জানা গিয়েছে, অবস্থা খানিকটা স্থিতিশীল হওয়ার পর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাতে করে মা এবং সন্তানকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , বর্তমানে মা এবং শিশু দু'জনের অবস্থাই স্থিতিশীল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।