• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বাজারে ব্র্যান্ডেড জামা-কাপড় আনতে চলেছেন বাবা রামদেব !

বাজারে ব্র্যান্ডেড জামা-কাপড় আনতে চলেছেন বাবা রামদেব !

এবার বাজারে আসবে পতনঞ্জলি-র জামা-কাপড় ! না সোশ্যাল রটে যাওয়া কোনও ভুয়ো খবর নয়, বরং একথা খোদ নিজেই জানালেন বাবা রামদেব ৷

এবার বাজারে আসবে পতনঞ্জলি-র জামা-কাপড় ! না সোশ্যাল রটে যাওয়া কোনও ভুয়ো খবর নয়, বরং একথা খোদ নিজেই জানালেন বাবা রামদেব ৷

এবার বাজারে আসবে পতনঞ্জলি-র জামা-কাপড় ! না সোশ্যাল রটে যাওয়া কোনও ভুয়ো খবর নয়, বরং একথা খোদ নিজেই জানালেন বাবা রামদেব ৷

 • Share this:

  #নয়াদিল্লি: এবার বাজারে আসবে পতনঞ্জলি-র জামা-কাপড় ! না সোশ্যাল রটে যাওয়া কোনও ভুয়ো খবর নয়, বরং একথা খোদ নিজেই জানালেন বাবা রামদেব ৷

  নেটওয়ার্ক১৮-এর এক্সক্লুজিভ রিপোর্ট অনুযায়ী, ২০১৮-এর মার্চ মাসের মধ্যেই পতনঞ্জলি বাজারে আনবে জামা-কাপড় ৷ প্রথমে মহিলা ও শিশুদের জন্যই জামা কাপড় বানাতে চলেছে রামদেবের পতনঞ্জলি ৷ পরে অবশ্যই পুরুষদের জন্যও বিশেষ প্ল্যান রয়েছে এই সংস্থার ৷

  খবর অনুযায়ী, প্রথম দিকে বাচ্চাদের জন্য ডেনিম ও মহিলাদের জন্য এথনিক পোশাকই তৈরি করবে এই সংস্থা ৷ আর এর জন্য ইতিমধ্যেই বিশেষ মার্কেটিং টিম ও ডিজাইনার নিয়োগ করে ফেলেছে বাবা রামদেবের এই সংস্থা ৷

  গত বছর বাবা রামদেব ইন্দোরে আয়োজিত বিশ্ব বাণিজ্য সভায় জানিয়ে ছিলেন, ‘দু’বছরের মধ্যেই টেক্সটাইলের দুনিয়ায় আসতে চলেছে পতনঞ্জলি ৷ তবে শুধুই জিনস নয় ৷ কুর্তা-পাজামা, শাড়ি, কোট, এমনকী পুরুষ ও মহিলাদের জন্য অন্তর্বাসও তৈরি করবে পতনঞ্জলি ৷ ’

  First published: