#অযোধ্যা: পুলিশে ছয়লাপ৷ দেওয়ালে নতুন রং৷ চারদিকে চলছে ভজন৷ আলোয় মুড়েছে গোটা শহর৷ যেন অকাল দীপাবলি৷ আজ অর্থাত্ বুধবার সেই বহু প্রতীক্ষিত দিন৷ রাম মন্দিরের ভূমিপুজো৷ রাম মন্দিরের প্রথম ইটটি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থাপন করবেন৷ তারপর শুরু হয়ে যাবে রাম মন্দির নির্মাণের কাজ৷
১৭৫ জন ভিভিআইপি আমন্ত্রিত আজকের মেগা ইভেন্টে৷ গোটা অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হবে৷ অযোধ্যায় ৩ ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অযোধ্যা পৌঁছেই প্রথমে মোদি যাবেন হনুমান গরহি মন্দির৷ সকাল ৯টা ৩৫ মিনিটে দিল্লি থেকে ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান৷ ১০টা ৩৫ মিনিটে লখনউ বিমানবন্দর পৌঁছবে৷ সেখান থেকে ঠিক ১০টা ৪০ মিনিটে বিশেষ হেলিকপ্টারে করে অযোধ্যা রওনা দেবেন মোদি৷
অযোধ্যায় সকেত কলোনিতে বেলা সাড়ে ১১টায় নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার৷ সেখান থেকে সোজা প্রধানমন্ত্রীর কনভয় যাবে হনুমান গরহি মন্দিরে৷ ১১টা ৪০ মিনিটে৷ হনুমান গরহিতে পুজো শেষে মোদি ঠিক ১২টায় রাম জন্মভূমি যাবেন৷ সেখানে রামলালা দর্শ করবেন৷ থাকবেন ঠিক ১০ মিনিট৷ এরপর বেলা ঠিক সাড়ে ১২টায় রাম মন্দিরের ভূমিপুজো শুরু হবে৷ ১২টা ৪০ মিনিটে মোদি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ তারপর দুপুর ১টা ১০ মিনিটে রাম জন্মভূমি ট্রাস্টের স্বামী নৃত্যগোপাল সহ অন্যান্য সদস্যদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ ২টো ৫ মিনিটে সকেত কলোনি থেকে হেলিকপ্টারে করে লখনউ বিমানবন্দর রওনা দেবেন৷ লখনউ থেকে দিল্লির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিমান ছাড়বে ঠিক দুপুর ২টো ২০ মিনিটে৷
মঙ্গলবার সন্ধে থেকেই লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন ৫ কালীদাস মার্গ আলোয় সেজেছে৷ প্রদীপ জ্বলছে, বিভিন্ন ফুলে তৈরি করা হয়েছে রঙ্গোলি৷ অযোধ্যাবাসী তাঁদের বাড়িকেও সাজিয়েছে প্রদীপের আলোয়৷ সব রাস্তায় রামের ভজন বাজছে৷ এক কথায়, একেবারে রামায়ণের রামরাজ্য অযোধ্যা৷
সব কিছুর মধ্যেই করোনা ভাইরাসের চিন্তাও রয়েছে৷ তাই সংক্রমণ রুখতে তত্পর পুলিশ প্রশাসন৷ কাউকে রাম জন্মভূমির ত্রিসীমানায় আসতে দেওয়া হচ্ছে না৷ সবাইকে অনুরোধ করা হয়েছে, বাড়িতেই উদযাপন করতে৷
লখনউ-অযোধ্যা রোডে পদে পদে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷ প্রত্যেক সফরকারীর মোবাইল ফোন নম্বর সহ যাবতীয় তথ্য পুলিশ নিচ্ছে৷
কিন্তু কোভিড প্রটোকল মেনে ভূমিপূজা ছাড়া কোনও ধর্মীয় আচার আজ হবে না অযোধ্যায়৷ তবে সব মন্দির, মসজিদ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodhya, Ram Mandir