#লখনউ: অযোধ্যায় যে নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে তার নাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নামে রাখা হবে৷ উত্তরপ্রদেশ বিধানসভা বাজেটে নতুন বিমানবন্দরের জন্য ১০১ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷
প্রাথমিক ভাবে আভ্যন্তরীন এয়ারপোর্ট হিসেবে তৈরি হলেও ধীরে ধীরে এটিকে আন্তর্জাতিক এয়ারপোর্টে উন্নীত করা হবে৷ এদিকে বাজেটে জেওয়ার এয়ারপোর্টে স্ট্রিপ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে৷ তার জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷
আলিগড়, মোরাদাবাদ, মীরাট, থেকে পরিষেবা চালু করা হবে৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই খবর সংবাদমাধ্যমকে জানান৷ উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না বাজেট পেশ করে এই সব প্রস্তাব দেন৷
স্পেশাল এরিয়া প্রোগ্রাম অনুযায়ি বাজেটে একটি ৩০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে৷ যা পূর্বাঞ্চল স্কিমের জন্য বরাদ্দ৷ আর ২১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বুন্দেলখন্ডের জন্য বরাদ্দ হয়েছে৷
শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নে দেওয়া হয়েছে জোর৷ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রজেক্টের জন্য ১.১০৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটে৷ ১৪৯২ কোটি টাকার বরাদ্দ হয়েছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের জন্য৷ গোরক্ষপুর লিঙঅক এক্সপ্রেসওয়ে প্রজেক্টে বরাদ্দ হয়েছে ৮৬০ কোটি টাকা৷
গঙ্গা এক্সপ্রেসওয়ে যা মীরাট ও এলাহাবাদকে জুড়ে দেয় তার জন্য ৭২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে পাশাপাশি তার জন্য জমি অধিগ্রহণ ও কনস্ট্রাকশন কাজের জন্য ৪৮৯ কোটি টাকা দেওয়া হচ্ছে৷
পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের পক্ষ থেকে ১২,৪৪১ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা ও ব্রিজ তৈরির জন্য৷ রাস্তা ও ব্রিজের সংরক্ষণের জন্য বরাদ্দ হয়েছে ৪১৩৫ কোটি টাকা৷
৪৪০ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়া গেছে বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে৷ ২০৮ কোটি টাকা পাওয়া গেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে৷
এছাড়াও রেলওয়ে ওভারব্রিজের জন্য বরাদ্দ হয়েছে ১.১৯২ কোটি টাকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodhya, Uttar Pradesh