#নয়াদিল্লি: নতুন ইতিহাস সৃষ্টি করলেন অবনী চতুর্বেদী ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে একা একটি ফাইটার জেট চালানোর নজির সৃষ্টি করলেন ২৪ বছরের এই কন্যা ৷ বৃহস্পতিবার গুজরাতের জামনগর এয়ারবেস থেকে মিগ-২১ উড়িয়ে ইতিহাস লিখলেন অবনী ৷ প্রথম মহিলা পাইলট হিসেবে একা যুদ্ধবিমান চালানোর নজির গড়লেন মধ্যপ্রদেশের এই কন্যা ৷
২৪ বছরের অবনী চতুর্বেদী মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা ৷ দাদাকে দেখে অনেক ছোট থেকেই এয়ারফোর্সে যোগ দেওয়ার স্বপ্ন দেখত এই ছোট্ট মেয়েটি ৷ রাজস্থানের বনস্থলী বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক সম্পূর্ণ করার পর ফ্লাইং ক্লাবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন অবনী ৷ এর পরের লক্ষ্যই ছিল বায়ুসেনাতে যোগদান ৷
হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমির প্রশিক্ষণের পর পাইলট হিসেবে বহুবার বিমান চালিয়েছেন অবনী, কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে একা যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল একদম আলাদা ৷ অবনীর এই কৃতিত্ব আন্তর্জাতিক মঞ্চ ভারতের নাম উজ্জ্বল করেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইজরায়েলের পাশাপাশি যে ভারতীয় মহিলা পাইলটরা যে পিছিয়ে নেই তা আজ প্রমাণ করলেন অবনী চতুর্বেদী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Avani Chaturvedi, Fighter Pilot, First-Ever Indian Woman Fighter Pilot, Woman Fighter Pilot