#মুম্বই: লকডাউনের জেরে সারা দেশে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। কাজ বন্ধ, হাতে টাকা নেই। খাবার নেই। পরিবার নিয়ে অসহায়ের মতো দিন কাটাতে হচ্ছে ভিন রাজ্যে। অনেকেই বাড়ি ফেরার জন্য পায়ে হাঁটা শুরু করেছেন বিভিন্ন রাস্তা দিয়ে। হাজার হাজার মানুষ হেঁটে চলেছে গোটা ভারতবর্ষ জুড়ে। করোনা কতটা প্রাণ কাড়বে জানা নেই ! তবে লকডাউনে মানুষের জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে তাতে কোনও সন্দেহ নেই। সমস্যায় পড়েছেন মহারাষ্ট্রের অটো চালকরাও।
লকডাউনের জন্য বন্ধ অটো চলাচল। বিহারের ঔরঙ্গবাদ থেকে মহারাষ্ট্রে অটো চালাতে গিয়েছিলেন এক দল লোক। হঠাৎ লকডাউনে বিপদে পড়েন তাঁরা। নিজের গ্রামে ফিরতে চেয়ে আবেদন করেন । কিন্তু কোনও সুরাহা হয় না। এর পর পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য ট্রেন চালু করে সরকার। সেখানে ফ্রম ফিলাপ করে জমা দেয় এই চালকরা গ্রামের প্রধানের কাছে। কিন্তু গ্রাম প্রধান তাঁদের থেকে টাকা নিয়ে নেয়। ট্রেনের টিকিট করে দেয় না। ফলে ট্রেনে করে বাড়ি ফেরার স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু হাতে কোনও টাকা না থাকায় তাঁরা বাধ্য হয় অটো নিয়ে বেরিয়ে পড়তে। নিজেদের পরিবারকে অটোতে বসিয়ে বিহারে ফেরার জন্য বেরিয়ে পড়েন অটো চালকরা। রাস্তায় কোনও গাছ তলায় রাত কাটিয়ে ফের সকাল হলেই চলতে শুরু করে অটো। রাস্তাতেই বাচ্চাদের খাইয়ে, একটু বিশ্রাম নিয়ে আবার শুরু বাড়ি ফেরার লড়াই।
Bhopal: Auto drivers from Maharashtra who left due to lack of work amid #COVID lockdown are heading towards their respective states. An auto driver on his way to Aurangabad (Bihar) said, "We filled forms for train&submitted to sarpanch, but he cheated us. We have no money left". pic.twitter.com/T7E4Od9mpR
— ANI (@ANI) May 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auto Drivers, Maharashtra, পরিযায়ী শ্রমিক