#মুম্বই: সম্প্রতি প্রকাশিত হয়েছে CA Final পরীক্ষার ফলাফাল ৷ প্রকাশিত হওয়া ফলাফাল পূর্ব মুম্বইয়ের ঘাটকোপরের পেরেইরা পরিবারে খুশির হাওয়া নিয়ে এসেছে ৷ চাটার্ড অ্যাকাউন্টের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন ২৫ বছরের স্টেফি পেরেইরা ৷ গত দু’বছর ধরে CA পাশ করার চেষ্টা করছিলেন স্টেফি ৷ বাবা পেশায় অটো চালক ৷ টানাপোড়েনর সংসারে মেয়ে স্টেফিকে নিয়ে একরাশ স্বপ্ন দেখেছিলেন বাবা ফ্রান্সিস ৷ অভাব-অনটনের সংসারে মেয়ে স্টেফি ছিল বাবা মায়ের একমাত্র আশার আলো ৷ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই স্বপ্ন পূরণ হল ৷ চাটার্ড অ্যাকাউন্টের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে স্টেফি ৷ ঘাটকোপরের রামনিরঞ্জন ঝুনঝুলওয়ালা কলেজ থেকে বাণিজ্যে নিয়ে স্নাতক পাশ করে স্টেফি ৷ ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিলেন স্টেফি ৷ CA পরীক্ষা দেওয়ার জন্য বাবা তাকে বরাবরই উৎসাহ দিয়ে এসেছেন ৷ মা মীনা স্থানীয় একটি সোসাইটিতে পরিচারিকার কাজ করেন ৷ বাবা-মা ও বড় দিদির সঙ্গে ঘাটকোপরের লক্ষী নগরে একটি ছোট্ট ভাড়ার ফ্ল্যাটে থাকেন স্টেফির পরিবার ৷ প্রথম চেষ্টায় তিনি পরীক্ষায় পাশ করবেন ভেবেছিলেন ৷ কিন্তু প্রথম রাউন্ডে পাশ করলেও পরের রাউন্ডে মাত্র কয়েক পয়েন্টের জন্য আটকে যায় স্টেফি ৷ তবে হার মানেনি স্টেফি ৷ আরও উঠেপড়ে লাগেন স্বপ্নপূরণের জন্য ৷ অবশেষে ১৭ জানুয়ারি সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷ স্টেফি জানান, ‘বাবা মায়ের এই স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুব খুশি ৷ আমার বাবা মা অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের বড় করেছে ৷ তবে সব সময় আমাদের উৎসাহ দিয়ে এসেছেন ৷ খেয়াল রেখেছেন যাতে আমাদের কোনও অসুবিধা না হয় ৷ আমার এই সাফল্য তাদের জন্য ৷’ ফ্রান্সিস মেয়ের সাফল্যে জানিয়েছেন, ‘আমি ক্লাস টেন অবধি পড়তে পেরেছি ৷ কিন্তু আমার মেয়েরা যাতে জীবনে সফল হয়, এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সেই চেষ্টায় করে এসেছি ৷ মেয়ের সাফল্যের কথা জানতে পেরে আপ্লুত মা মীনা ৷ তিনি জানিয়েছেন, ‘এটা স্টেফির বাবার স্বপ্ন ছিল ৷ স্টেফিও দিনরাত পরিশ্রম করেছে এই স্বপ্নপূরণ করার জন্য ৷ দিনে ১৩ ঘণ্টা করে পড়ত। থানেতে একটি লাইব্রেরিতে গিয়ে পড়ত স্টেফি ৷’ তিনি আরও জানান, স্টেফি নিজের ট্যাক্স কনসালটেন্সি শুরু করেছেন। সেটাই এখন বাড়ানোর পরিকল্পনা করছেন তিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auto driver's daughter Clears CA examination, AUTO DRIVER'S DAUGHTER CLEARS CA FINALS, Bengali News, CA examination