হোম /খবর /দেশ /
জ্বালাময়ী প্রেম, ২০ বছরের ছোট ভাগ্নের সঙ্গে পালাল পিসি, বাড়িতে বর,৬ সন্তান

Aunt-nephew's love: জ্বালাময়ী প্রেম, প্রেমে পাগল হয়ে ২০ বছরের ছোট ভাগ্নের সঙ্গে পালাল পিসি, বাড়িতে বর, ৬ সন্তান

উফফ... পিসি- ভাগ্নের সে কী জ্বালাময়ী প্রেম! প্রেমের আগুনে জ্বলছেন দু'জনে! শেষমেশ পরিবার-সমাজকে তোয়াক্কা না করে বাড়ি ছেড়ে পালালেন কপোত-কপোতি, তাও আবার ভ্যালেন্টাইনস ডে-র রাতে

  • Local18
  • Last Updated :
  • Share this:

মধ্যপ্রদেশ:  সেই তো কবে গুরুজনেরা বলে গিয়েছেন, প্রেম অন্ধ! প্রেম কোনও বাঁধা মানে না! প্রেম ও যুদ্ধে সবই বৈধ! সম্প্রতি মধ্য প্রদেশের সাগর জেলার ঘটনা এই প্রবাদগুলিকেই আরেকবার ঝালিয়ে নিল। ৬ সন্তানের মা, বছর ৫০-এর মহিলা প্রেমে পড়লেন ২০ বছরের ছোট ভাগ্নের! উফফ... পিসি- ভাগ্নের সে কী জ্বালাময়ী প্রেম! প্রেমের আগুনে জ্বলছেন দু'জনে! শেষমেশ পরিবার-সমাজকে তোয়াক্কা না করে বাড়ি ছেড়ে পালালেন কপোত-কপোতি! তবে পালানোর সময় মহিলা স্বামীর থেকে হাতিয়ে নিতেন ৬০ হাজার টাকা! এদিকে বাড়ির বউ পালিয়েছে, তাও কীনা ভাগ্নের সঙ্গে! মাথায় হাত পরিবারের! গত ১ মাস ধরে মহিলার স্বামী আর সন্তানেরা পুলিশ থানার চক্কর কেটেই যাচ্ছেন! কিন্তু কোথায় তিনি? বেপাত্তা!

সাগর জেলার বুনদেলখণ্ড-এর বাসিন্দা শারাভান কুচবান্দিয়া দেওরি পুলিশ থানায় নিজের স্ত্রী-র মিসিং ডায়েরি করেছেন। সংবাদমাধ্যমে তিনি জানান, স্ত্রী হেলেনবাই কুচবান্দিয়া তাঁর থেকে ২০ বছরের ছোট, বছর ৩০-এর ভাগ্নের সঙ্গে প্রেমে করছেন এবং দু'জনেই বাড়ি ছেড়ে পালিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র রাতে, যখন বাড়ির সবাই ঘুমোচ্ছিল, তখনই দু'জনে পালায়। আচমকা রাত সাড়ে এগারোটা নাগাদ খুব ভাঙতে স্বামী দেখেন, স্ত্রী পাশে নেই। তিনি ডাকেন, কোনও উত্তর মেলে না। গোটা বাড়ি তন্নতন্ন করে খোঁজে শারাভান, কিন্তু কোথায় স্ত্রী? তিনি ততক্ষণে প্রেমিকের সঙ্গে ধা! পরের দিন পর্যন্ত জারি থাকে খোঁজ, কিন্তু স্ত্রীয়ের কোনও খবর মেলে না। ইতিমধ্যে ঘটনার কথা জানতে পেরে বাড়িতে আত্মীয়রা আসেন।

শেষমেশ পুলিশের দ্বারস্থ হন বেচারা স্বামী। কিন্তু একমাস কেটে গিয়েছে, কিন্তু স্ত্রী হেলেনবাইয়ের কোনও খোঁজ পাননি। স্বামী এও জানান, তিনি  সিএম হেল্পলাইনেও অভভিযোগ দায়ের করেছেন।দেওরি পুলিশ থানার স্টেশন ইন চার্জ উপমা সিং বলেন, '' এক মাস আগে একটি মিসিং ডায়েরি হয়েছে। কিন্তু অভিযোগনামায় না কোনও ফোন নম্বরের উল্লেখ রয়েছে, না নিখোঁজ ব্যক্তি সম্পর্কে কোনও তথ্য রয়েছে। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি।''

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Love