হোম /খবর /দেশ /
একের পর এক গুলি! গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই খুন প্রয়াগরাজে

Atiq Ahmed Shot Dead: একের পর এক গুলি! গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই খুন প্রয়াগরাজে

গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই খুন প্রয়াগরাজে

গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই খুন প্রয়াগরাজে

Atiq Ahmed Shot Dead: শনিবার প্রয়াগরাজে চিকিৎসার জন্য ওই দুই জনকে নিয়ে যাওয়ার সময় গুলি করে হত্যা করা হয়।

  • Share this:

প্রয়াগরাজ: গুলি করে হত্যা করা হল গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদকে। শনিবার প্রয়াগরাজে চিকিৎসার জন্য ওই দুই জনকে নিয়ে যাওয়ার সময় গুলি করে হত্যা করা হয়। স্থানীয় মেডিক্যাল কলেজের কাছে এই ঘটনাটি ঘটে। পুলিশ হেফাজতে থাকাকালীন এই হামলা হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বয়ান অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় দুই ভাই প্রাণ হারিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে বলে খবর। প্রয়াগরাজের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিনেশ গৌতমের আদালত বৃহস্পতিবার উমেশ পাল হত্যা মামলায় আতিক এবং আশরাফকে ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছিল

 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের পুলিশের এসটিএফ-এর এনকাউন্টারে নিহত হয় মাফিয়া আতিক আহমেদের ছেলে আসাদ এবং তার এক সঙ্গী। আইনজীবী উমেশ পালের হত্যার অন্যতম অভিযুক্ত ছিল আসাদ। এরা পুলিশের খাতায় ফেরার ছিল। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে আতিক এবং তার ভাইকেও গুলি করা হল। তবে এই হামলায় কারা জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের দাবি, আতিক এবং আশরাফকে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়েছিল। এই সময় সুযোগ পেয়ে দুই আসামি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিল। তখনই ভিড়ের মধ্যে থেকে হঠাৎ এক ব্যক্তি এসে প্রথমে আতিকের মাথায় গুলি করে এবং পরে আশরাফকেও লক্ষ্য করে গুলি করে। মোট ১০ রাউন্ড গুলি চালানো হয়।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাই না! শাহি বৈঠকের পরই কেন ভোলবদল বিজেপি-র?

আরও পড়ুন,  AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে

এই হামলায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহের ভিত্তিতে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। হামলার আগে কিছু লোক স্লোগানও দিয়েছিল। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Uttar Pradesh